ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

দাম্পত্যের একযুগ পূর্ণ করলেন মাশরাফী

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৭ ১৩:১০:২৯
দাম্পত্যের একযুগ পূর্ণ করলেন মাশরাফী

মাশরাফী নড়াইল শহরের মহিষখোলা (বয়েজ স্কুল মাঠের উত্তরপাশে) এলাকার গোলাম মোর্ত্তজা স্বপনের বড় ছেলে। তার মায়ের নাম হামিদা বেগম বলাকা। মাশরাফীর ছোট ভাইয়ের নাম সিজার মাহমুদ।

স্ত্রী সুমনা হক সুমি নড়াইল শহরের আলাদাতপুর এলাকার স্কুলশিক্ষিকা হোসনে আরার মেয়ে। সুমির বাবার নাম সিরাজুল ইসলাম। তিনি অনেক বছর আগেই মৃত্যুবরণ করেছেন। তিন বোনের মধ্যে সুমি সবার ছোট। সুমির দাদা ও নানা বাড়ি লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামে।

যেমন ছিল মাশরাফীর বিয়ে:২০০৬ সালের ৭ সেপ্টেম্বর মাশরাফি-সুমির বিয়ে হয় নড়াইল শহরের রূপগঞ্জ উৎসব কমিউনিটি সেন্টারে। সেদিন দুপুর ১টার পর বিশাল গাড়িবহর নিয়ে বর বেশে বাংলাদেশ ক্রিকেটর উজ্জ্বল নক্ষত্র অধিনায়ক মাশরাফী উপস্থিত হয়েছিলেন উৎসব কমিউনিটি সেন্টারে। মাশরাফীর বিয়ে নিয়ে ভক্তদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। অনেকেই মাশরাফীর বিয়ের বহর দেখার জন্য সেদিন রাস্তার দুপাশের দাঁড়িয়ে ছিলেন।

বর মাশরাফী যথারীতি নির্ধারিত আসনে বসার পর ইসলামী শরিয়ত মোতাবেক দু’জনের বিবাহ সম্পন্ন হয়। পরদিন নড়াইল চিত্রা রিসোর্টে বৌভাতের আয়োজন করা হয়। তবে বৌ-ভাতের দাওয়াতপত্রে লেখা ছিল উপহার বর্জনীয়। সেদিন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়সহ ক্রীড়াঙ্গনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া নড়াইলের সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ নিমন্ত্রণ পেয়েছিলেন।

দাম্পত্য জীবনে মাশরাফী-সুমির দুই সন্তান রয়েছে। প্রথম সন্তান মেয়ে। নাম হোমায়রা। তার বয়স এখন সাড়ে ৭ বছর। ছোট সন্তান ছেলে। তার নাম সাহেল। মাশরাফীর জন্মদিনেই সাহেল পৃথিবীর আলো দেখেছে। সাহেলের বয়স এখন সাড়ে ৩ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাশরাফী জন্মদিন বা বিবাহবার্ষিকী কখনোই পালন করেন না। তাই এ বছরও বিবাহবার্ষিকীতে কোনো আয়োজন নেই। মাশরাফী দম্পতি এখন ঢাকায় অবস্থান করছেন। এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে মাশরাফী বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে ব্যস্ততার মধ্যদিয়েই মাশরাফী বিবাহবার্ষিকীতে স্ত্রী সুমনা হক সুমিকে সময় দিবেন।

এদিকে একযুগ পূর্ণ হওয়ায় মাশরাফীর মা হামিদা বেগম বলাকা তাদের তার ছেলে, বৌমা ও মাশরাফীর ছেলে মেয়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি আসন্ন এশিয়া কাপসহ অন্যান্য সব খেলাতে বাংলাদেশের সব খেলোয়াড়ের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মাশরাফী ঈদুল আযহা উদযাপন করতে ২১ আগস্ট বাড়িতে এসেছিলেন। ঈদ উদযাপন শেষে প্রায় এক সপ্তাহ পর ঢাকাতে ফিরে যান।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ