ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

আঙ্গুলের চিড়; এশিয়া কাপে তামিমের খেলা নিয়ে সংশয়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৭ ১০:৫৮:২৫
আঙ্গুলের চিড়; এশিয়া কাপে তামিমের খেলা নিয়ে সংশয়

তার পর থেকে তিন দিনের বিশ্রামে থাকার কথা ছিল তামিমের। কিন্তু এরপর থেকে তামিম আর অনুশীলন করেন নি। গতকাল বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) জানা গেছে, তামিমের আঙ্গুলের চিড় ধরা পড়েছে। এশিয়া কাপে তামিম ইকবালের খেলা নিয়েও রয়েছে সংশয়।

গতকাল বিসিবি সুত্র মতে জানা যায়, তামিমের খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি। এদিকে তামিমের ইনজুরি ভাবনা থেকেই স্কোয়াডে বাড়তি ব্যাটসম্যান নিয়ে যাচ্ছে বাংলাদেশ।

এদিকে বৃহস্পতিবার বাংলাদেশ দলের এশিয়া কাপ স্কোয়াডে বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান মমিনুল হকের নাম যুক্ত করা হয়েছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু তামিমের ইনজুরির কথা মাথা রেখেই স্কোয়াডে বাড়তি ব্যাটসম্যান যোগ করেছেন।

নান্নু বলেছেন, ‘শান্তর পর তামিমেরও হাতে একটু চোট আছে। তাই আমরা বিকল্প বাঁহাতি ব্যাটসম্যান রেখে দিলাম। প্রয়োজন পড়লে যাতে মুমিনুলকে ব্যবহার করা যায়।’

গত ২৭ আগস্ট থেকে শুরু হয়েছে বাংলাদেশের এশিয়া কাপের অনুশীলন ক্যাম্প।

গতকাল বৃহস্পতিবার ড্রেসিং রুমের সামনে আসতেই ফিজিও থিলান চন্দ্রমোহনের শরণাপন্ন হন তামিম। তামিমের আঙ্গুল পর্যবেক্ষণ করে দেখার পর তামিমকে ড্রেসিং রুমে প্রবেশ করতে দেখা যায়।

এর খানিকবাদে আঙ্গুলে ব্যান্ডেজ করে অনুশীলন করতে নামতে দেখা যায় এই বাঁহাতি ওপেনারকে। এরপর দলের সাথে আরও কিছুক্ষণ অনুশীলন করতে দেয়া যায় তামিম ইকবালকে। অনুশীলন শেষেও সেদিন তামিমের আঙ্গুলে ব্যান্ডেজ দেখা গিয়েছিল।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ