ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

তবে কি এশিয়া কাপে খেলবেন না সাকিব আল হাসান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৬ ২০:২৪:২৬
তবে কি এশিয়া কাপে খেলবেন না সাকিব আল হাসান

দু’দিন আগে একটি ইংরেজি দৈনিকে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘এখন আমি ২০-৩০ ভাগ ফিট আছি। আমার হাতে এখনো ব্যথা। অতএব সত্যিকথা বলতে আমি জানি না কীভাবে ব্যাট অথবা বল করবো। আমি কিছুদিন প্রাকটিসের বাইরে আছি অতএব জানি না (কী করবো)।’

দল ঘোষণার পর সাকিবের এমন মন্তব্যে বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) বলেন, ‘বোর্ড মনে করে ২০-৩০ শতাংশ ফিটনেস নিয়ে তাঁর খেলা উচিত নয়। সে এখন দলের সঙ্গে আরব আমিরাতে যেতে পারে নাও যেতে পারে।

সিদ্ধান্ত তার। আমরা মুমিনুলকে রাখছি বিকল্প হিসেবে। তবে তাঁর এই মন্তব্য বোর্ডের জন্য বিব্রতকর। সে ২০-৩০ শতাংশ ফিট, এটা সংবাদমাধ্যমকে আগে না জানিয়ে বিসিবিকে জানানো উচিত ছিল। তবে যেটা বললাম, সে যদি ২০-৩০ শতাংশ ফিট থাকে, তার খেলা উচিত নয়।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ