ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

সাকিবকে খেলানো নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৬ ১৮:১৫:১৪
সাকিবকে খেলানো নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে বিসিবি

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ব্যথাটি পান সাকিব

সাকিব তার আঙুলের অপারেশনটা উইন্ডিজ সিরিজের পর এশিয়া কাপের আগেই করাতে চেয়েছিলেন। কিন্তু পরে বিসিবি প্রধান নাজমুল হাসানের মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত পাল্টান তিনি।

তবে ফিটনেস নিয়ে সাকিবের এমন মন্তব্যে অবশ্য বিব্রত বিসিবি। বিসিবি মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস আজ বিকেলে বলেছেন, ‘বোর্ড মনে করে ২০-৩০ শতাংশ ফিটনেস নিয়ে তাঁর খেলা উচিত নয়। সে এখন দলের সঙ্গে আরব আমিরাতে যেতে পারে নাও যেতে পারে। সিদ্ধান্ত তার। আমরা মুমিনুলকে (হক) রাখছি বিকল্প হিসেবে। তবে তাঁর এই মন্তব্য বোর্ডের জন্য বিব্রতকর। সে ২০-৩০ শতাংশ ফিট, এটা সংবাদমাধ্যমকে আগে না জানিয়ে বিসিবিকে জানানো উচিত ছিল। তবে যেটা বললাম, সে যদি ২০-৩০ শতাংশ ফিট থাকে, তার খেলা উচিত নয়।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ