ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

মাশরাফির কাছে যে ম্যাচ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৬ ১৭:৩৮:৩৪
মাশরাফির কাছে যে ম্যাচ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ

রোববার (৯ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ মিশনে দেশ ছাড়বে মাশরাফিবাহিনী। তার আগে মিরপুরে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এশিয়া কাপ নিয়ে কথা বলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ। আমরা এশিয়া কাপে কেমন করব, সেটা নির্ভর করবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পারফরম্যান্স। আমরা যদি ম্যাচটা জিততে পারি, তাহলে আমরা শুরুতেই আত্মবিশ্বাস পেয়ে যাব।’

এছাড়া তিনি আরও বলেন, ‘আমাদের সামর্থ্য আছে ভালো খেলার। দলে ভালো মানের ক্রিকেটার আছে, যারা ম্যাচ উইনার। তারপরও আামাদের প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ। যদি প্রথম ম্যাচটি জিতে যাই আমাদের ভালো করার সুযোগ থাকবে

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ