ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

'সৌম্য-বিজয়দের পারফর্মেন্স দিয়েই রোডসের মূল্যায়ন হবে'

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৬ ১৩:৫৩:১৭
'সৌম্য-বিজয়দের পারফর্মেন্স দিয়েই রোডসের মূল্যায়ন হবে'

তিনি আরও বলেছেন, বোর্ড কর্তাদের মূল্যায়ন করার পদ্ধতিটা একটু অন্যরকম। জাতীয় দলের নিয়মিত পারফর্মারদের পারফর্মেন্স দিয়ে যেভাবে কোচকে মূল্যায়ন করেন তারা। তেমনি অফ ফর্মে থাকা পারফর্মারদের ফর্মে ফেরানোতে অবদান দেখেও মুল্যায়ন করেন।

'আপনারা যেভাবে মূল্যায়ন করেন আমরা কিন্তু সেভাবে করি না। যেমন যারা ভালো করছে তাদেরকে নিয়ে আমরা চিন্তা করছি। আর যাদের ভালো করার কথা কিন্তু করতে পারছে না সেটি নিয়েই আমরা বেশি চিন্তিত। সেই ব্যাপার নিয়েই আমরা আলাপ আলোচনা করেছি এবং তাদেরকে কিভাবে ফর্মে আনা যায় সেটি নিয়ে কথা বলেছি। যেমন কিছু ভালো ক্রিকেটার আছে যেমন সৌম্য, বিজয় আছে। এরপর লিটন আছে, সে যখন স্কোর করে তখন ভালো করে কিন্তু তার ধারাবাহিকতার সমস্যা আছে। এগুলো যদি আমরা ঠিক করতে পারি তাহলে খুবই শক্তিশালী একটি দল হবে আমাদের। এমনকি বোলাররাও আছে। তারা যদি ভালো করতে পারে তাহলে মূল্যায়নটি হবে কোচ কেন্দ্রিক।'

বাংলাদেশ দলের ওয়েস্ট সফরের আগে টাইগারদের সাথে যোগ দিয়েছেন প্রধান কোচ স্টিভ রোডস। নিজের প্রথম মিশনে বেশ সফল তিনি। টেস্ট সিরিজ হেরে গেলেও তার অধীনে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

রোডসকে এত তাড়াতারি মূল্যায়ন করা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। প্রথম সিরিজের ধারাবাহিকতা সামনের সিরিজ গুলোতে ধরে রাখতে পারলে তা ভালো হবে বলেই মনে করেন আকরাম খান।

'মূল্যায়ন তো আসলে এত তাড়াতাড়ি করা সম্ভব নয়। এক কিংবা দুই বছর পর হয়তো এই মূল্যায়ন করা যায়। গুরুত্বপূর্ণ হল তাঁর প্রথম সিরিজেই আমরা অনেক বাজে খেলেছি টেস্টে। তবে এরপরে কিন্তু আমরা ওয়ানডে এবং টি টুয়েন্টিতে খুব ভালোভাবে পারফর্ম করেছি। সবমিলিয়ে প্রথম সিরিজটি ভালো হয়েছে। এই ধারাবাহিকতা যদি বজায় রাখা যায় তাহলে ভালো হবে।'

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ