ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

এশিয়া কাপে রাশিদ খানকে ভয় পাওয়ার কিছু নেই

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৬ ১৩:৪৮:০৯
এশিয়া কাপে রাশিদ খানকে ভয় পাওয়ার কিছু নেই

আজ বুধবার মিরপুর শের-ই-বাংলা সাংবাদিকদের কাছে এই তরুণ হার্ডহিটার বললেন, সে (রশিদ) অনেক ভালো বোলিং করে, বিশ্বে এখন সে দাপট দেখাচ্ছে। তবে আপনাকে এটাও বুঝতে হবে যে এখানে সংস্করণ ভিন্ন। টি টোয়েন্টিতে দ্রুত রান করার তাগিদ থাকে। ওয়ানডে ক্রিকেটে তাকে খেলতে অনেকটা সময় পাওয়া যাবে। ‘

৫০ ওভারের এই টুর্নামেন্টে টাইগারদের জন্য আরেকটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে পাকিস্তান। সবাইকে চমকে দিয়ে রীতিমতো ৬ পেসার দিয়ে দল সাজিয়েছে তারা! সংযুক্ত আরব আমিরাতকে ঘরের মাঠ বানিয়ে ফেলা পাকিস্তানি পেসারদের খুব একটা পাত্তা দিতে চান না দক্ষিণ আফ্রিকার মাটিতে দারুণ খেলে আসা লিটন দাস।

পেসারদের সামলানোর পরিকল্পনা নিয়ে তিনি বেশ জোরের সঙ্গেই বলেন, ‘দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মতো এতটা কুইক বোলার নেই। দক্ষিণ আফ্রিকার মাটিতে যেমন দ্রুত গতির বল খেলে এসেছি সেটির তুলনায় এই টুর্নামেন্টের পেস বোলাররা তেমন কিছুই না। হয়তো ভালো খেলতে পারিনি দক্ষিণ আফ্রিকায়, তবে খেলার অভিজ্ঞতা তো হয়েছে। ‘

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ