ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশি তরুণ ক্রিকেটার খেলবেন ইতালির জাতীয় দলে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৬ ১৩:২৫:২৯
বাংলাদেশি তরুণ ক্রিকেটার খেলবেন ইতালির জাতীয় দলে

রকিবুল ইসলাম মূলত ইতালির আইন অনুযায়ী একটি মানবাধিকার সংস্থার অভিভাবকত্বে কাটিয়েছেন দুই বছর। সেই সময় তার পড়াশোনা, থাকা-খাওয়ার দায়িত্ব সবই সামলেছে ওই প্রতিষ্ঠানটি। এরপর বোলোনিয়া স্থানীয় বাংলাদেশিদের একটা টুর্নামেন্টে যোগ দেন তিনি। ওই টুর্নামেন্টে তার খেলা দেখে পরিচিত একজন রাকিবুলকে নিয়ে যান স্থানীয় বোলোনিয়া ক্রিকেট ক্লাবে। এরপর আর পেছনে তাকাতে হয়নি বাংলাদেশি তরুণকে। গত বছর ডাক পান ইতালি জাতীয় দলে। এভাবেই ভাগ্য বদলে যায় তার।

গত বছরের শুরুতে রাকিবুল প্রথম ইতালির জার্সি গায়ে জড়ান আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ফাইভে। বল হাতে পারুফর্মেন্স দেখাতে না পারলেও ওপেনিংয়ে নেমে করেছিলেন দুটি অর্ধশতক। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে বল হাতেও ঘূর্ণি দেখিয়েছেন। পাঁচ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। এখন তার লক্ষ্য ২০২০ বিশ্বকাপে অংশ নেয়া।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ