ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

আফগান-উইন্ডিজ সিরিজের পর এশিয়া কাপের প্রস্তুতিতেও অনুপস্থিত সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৬ ১২:১৫:০৬
আফগান-উইন্ডিজ সিরিজের পর এশিয়া কাপের প্রস্তুতিতেও অনুপস্থিত সাকিব

পবিত্র হজ থেকে ফিরে স্ত্রী ও মেয়ের কাছে যুক্তরাষ্ট্রে গেছেন সেখান থেকেই আরব আমিরাতে যোগ দিবেন দলের সঙ্গে। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলছেন, এবার নাকি ব্যক্তিগত জরুরী কাজের কারণেই ছুটি দেয়া হয়েছে সাকিবকে।

এশিয়া কাপের জন্য মিরপুর হোম অব ক্রিকেটে চলছে এশিয়া কাপের প্রস্তুতি। সাকিব বাদে স্কোয়াডের সবাই আছেন। কোচিং স্টাফের সঙ্গে আলোচনায় উঠে আসছে নতুন-নতুন দুর্বলতা। রোডস-ম্যাকেঞ্জিরা শিষ্যদের শিখিয়ে দিচ্ছেন নতুন টেকনিক উন্নতির লক্ষ্যে কঠোর পরিশ্রম করছেন সবাই।

পরিকল্পনার বড় অংশে থাকা সাকিব ছুটি নিয়ে আছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। টুর্নামেন্ট বা কোন সিরিজ শুরুর আগে সাকিবের এমন ছুটি নতুন নয়, তাই খুব বেশি চোখে লাগে না সবার কাছে।

তবে প্রশ্ন থেকেই যায় বিসিবি কি সত্যি সাকিবের ছুটি প্রসঙ্গে যথেষ্ট ঢিলেঢালা?

টাইগার কোচিং স্টাফে নিল ম্যাকেঞ্জির অন্তর্ভূক্তি গুরুত্বপূর্ণ। উইন্ডিজ সফরে ওয়ানডে-টি টোয়েন্টির সফলতায় ম্যাকেঞ্জির প্রভাব দেখছেন অনেকে। সাউথ আফ্রিকানের সঙ্গে চুক্তিটা কেবল সীমিত ওভারের ক্রিকেটের জন্য। তাই টেস্টের জন্য তাই একজন ব্যাটিং পরামর্শক খুঁজছে বিসিবি।

কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আগেভাগে আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর আগে দুবাইতে চলবে অনুশীলন তবে কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না টাইগাররা।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ