ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

অনুশীলনে ইনজুরিতে পড়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন টাইগার ওপেনার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৬ ০১:১০:৫৮
অনুশীলনে ইনজুরিতে পড়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন টাইগার ওপেনার

আজ মিরপুরে ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন নাজমুল হোসেন শান্ত বলে জানা গেছে। এর পর পরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার আঙুলের অবস্থা জানার জন্য। রিপোর্ট হাতে পেলেই তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে।

এদিকে, জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন রিপোর্ট হাতে পেলেই তার বদলির ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেছেন, “আমরা চিকিৎসকের কাছ থেকে রিপোর্ট পেলে তার বদলির ব্যাপারে সিদ্ধান্ত নিবো।”

এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডঃ

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ