ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

আজ পাকিস্তানের বিপক্ষে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত টাইগারদের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৬ ০১:০৬:৫৪
আজ পাকিস্তানের বিপক্ষে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত টাইগারদের

আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। ম্যাচটি সরাসরি দেখাবে বিটিভি ও চ্যানেল নাইন।

যোগাযোগটা আকস্মিক নয়। প্রথম ম্যাচের পারফর্মেন্স তৈরি করে দিয়েছে প্রেক্ষাপট। ক্রিকেটারদের মত এখন সুফিল-সাদরাও পাচ্ছেন সাধারণ মানুষের মনোযোগ।৩২ মাস পর পাওয়া জয়ের পরদিন হোটেল রুমে কাটিয়েছেন ফুটবলাররা। কেউ কেউ সময় কাটিয়েছেন জিমে, কেউ কেটেছেন সাঁতার। তবে দ্বিতীয় ম্যাচে বাড়বে প্রতিদ্বন্দ্বিতা জানা আছে নির্ভার বেঙ্গল টাইগারদের।

বাংলাদেশ কোচ জেমি ডে বলেন, ভুটান-পাকিস্তানের মধ্যে আমি পাকিস্তানকে এগিয়ে রাখবো। শারীরিক সামর্থ্যে ওরা এগিয়ে। স্কোয়াডের চার ফুটবলার খেলেন ডেনমার্ক লিগে। জিততে হলে আমাদের সেরাটা দিতে হবে।

ভুটানের বিপক্ষে জোনাল মার্কিংয়ে সাফল্য এসেছে। তবে পাকিস্তানীদের উচ্চতা বিবেচনায় কৌশল পালটাচ্ছেন কোচ। গুরুত্ব দিচ্ছেন ম্যান টু ম্যান মার্কিংয়ে।নেপালের বিপক্ষে বল পজেশনে পিছিয়ে থেকেও শারীরিক সামর্থ্যে পার্থক্য গড়ে দিয়েছিল পাকিস্তান। ছোট পাসের চেয়ে মনোযোগ বেশী লং বল আর কাউন্টার অ্যাটাকে। আক্রমণভাগে ওয়ান টাচে বিপজ্জনক হয়ে উঠতে পারেন আলী-সাদ জুটি।

পাকিস্তান হেডকোচ হোসে আন্তোনিয়ো নোগেইরা বলেন, ঘরের মাঠে পুরো সমর্থন পাবে বাংলাদেশ। স্বাভাবিক খেলাটা খেলতে চাই। সতর্ক থাকতে হবে ভুটানের বিপক্ষে বাংলাদেশ দারুন খেলেছে। আক্রমনে ওরা আমাদের থেকে এগিয়ে।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে কৌশলে এগিয়ে থাকতে চান জেমি ডে। তবে ম্যাচে সুক্ষ পার্থক্য গড়ে দেবে স্বাগতিকদের সমর্থন বলছেন কোচ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ