ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৫ ২০:৪২:১৯
বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ

বাংলাদেশ বধির স্পোর্টস ফাউন্ডেশনের আয়োজনে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বসবে এই সিরিজ। ডাবল লিগ পদ্ধতিতে ফাইনাল সহ মোট সাতটি ম্যাচে চলবে এই টুর্নামেন্ট। প্রতিটি ম্যাচের ম্যাচ সেরা ওয়ালটন গ্রুপের তরফ থেকে পুরস্কার পাবে।

আর এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফি সহ ৫০ হাজার টাকা পাবে। অন্যদিকে রানার্স আপ দল ট্রফিসহ পাবে ২৫ হাজার টাকা। সেই সঙ্গে থাকবে ম্যাচের ম্যাচ ফি। এই ত্রিদেশীয় টুর্নামেন্টের আয়োজন নিয়ে কথা বলেছেন বাংলাদেশ বধির স্পোর্টস ফাউন্ডেশনের ম্যানেজার ও সমন্বয়ক আনিসুল ইসলাম নিপু।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী নভেম্বরে দিল্লিতে বধিরদের অংশগ্রহণে বিশ্বকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আমাদের দলটাও সেখানে খেলবে। আমরা নিয়মিত অনুশীলন করছি। এবার তাই ভারত ও পাকিস্তানকে নিয়ে একটা টুর্নামেন্ট আয়োজন করছি। ম্যাচ খেলার সুযোগ পাবে এবং নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে। আমাদের কোথায় কোথায় ঘাটতি আছে সেটাও আমরা দেখতে পারব।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ