ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

অধৈর্য অশ্বিন, ধৈর্যশীল মইন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৫ ১৮:৪৪:১১
অধৈর্য অশ্বিন, ধৈর্যশীল মইন

পক্ষান্তরে ভারতীয় অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্র অশ্বিন তেমন কোন প্রভাবই ফেলতে পারেননি রুট, বাটলারদের উপর। যা ভালোভাবেই নজরে এসেছে সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। জানিয়েছেন, সহজাত বোলিংয়ের বাইরে পরীক্ষামূলক বোলিং করার কারণেই অশ্বিনের এই পরিণতি।

উইকেটের জন্য ক্ষুধার্ত অশ্বিন, অধৈর্য হয়েই বোলিংয়ে পরিবর্তন আনছেন। তাঁকে অধৈর্য না হয়ে মইনের মতো নিজের স্বাভাবিক বোলিং করার জন্য অধিনায়কের পরামর্শ দেয়া উচিৎ ছিল। ১১৩টি টেস্ট খেলা এই ক্রিকেটার বিশ্বাস করেন, টেস্ট জিততে হলে মাঝে মাঝে বিরক্তিকর হতে হয়।

'অশ্বিন কেন এতো অধৈর্য হচ্ছে এটা নিয়ে ভিরাট কোহলির কথা বলা দরকার ছিল। সে এক ওভারেই ছয় রকম বল করছিল। সামর্থ্যের দিক অশ্বিন থেকে মইন আলী তেমন ভালো নয়। বরং স্পিনার হিসেবে অশ্বিন আলীর তুলনায় দুই গুণ ভালো।

'কিন্তু আলী তার সহজাত বোলিং করে গেছে। অপরদিকে অশ্বিন দুসরা, লেগ স্পিন দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল যা উল্টো তার বোলিংকে বাজে করছিল। মাঝে মধ্যে টেস্ট ক্রিকেটে আপনাকে বিরক্তিকর হতে হবে ম্যাচ জিততে হলে।'

চতুর্থ টেস্টের আগে সিরিজে ফিরে আসার সম্ভাবনা ছিল ভারতের জন্য। কিন্তু ম্যাচটি হেরে ৩-১ ব্যবধানে পিছিয়ে আছে টেস্ট র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল। তবে ওভালের টেস্ট জিতে সম্মানের সাথেই দেশে ফিরতে চাইবে ভারত।

এদিকে ইংলিশ টেস্ট ব্যাটিংয়ের নক্ষত্র অ্যালিস্টার কুকের অবসরের টেস্টটি তাঁর জন্য স্মরণীয় করে রাখতে চাইবে ইংল্যান্ড। গত সোমবারই অবসরের ঘোষণা দিয়েছেন ইংলিশদের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের অধিকারী এই ব্যাটসম্যান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ