ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ম্যাকেঞ্জির মানের কোচের সন্ধানে বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৫ ১৮:২১:২০
ম্যাকেঞ্জির মানের কোচের সন্ধানে বিসিবি

শুধু তাই নয়, এই ব্যাপারে অনেকদূর এগিয়ে গেছেন তাঁরা। টেস্টের ব্যাটিং পরামর্শকের এ সমস্যা কিছুদিনের মধ্যেই সুরাহা হবে বলে আশ্বাস দিয়েছেন টাইগার সাবেক এই অধিনায়ক। বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে এ বিষয়ে আকরাম খান বলেন,

'আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা তো এখন ৯০ ভাগ স্টাফ ঠিক করে ফেলেছি। এখন টেস্টের ব্যাটিং পরামর্শক হিসেবে আমরা দুই একজনের নাম বিবেচনা করেছি। আলাপ আলোচনা চলছে। চূড়ান্ত হলে হয়তো কিছুদিনের মধ্যে এই ব্যাপারে জেনে যাবেন।'

বর্তমান ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জিকেই টেস্টের দায়িত্ব দিতে চেয়েছিল বোর্ড। কিন্তু আফ্রিকান সাবেক এই ক্রিকেটারের ব্যস্ততার দরুণ নতুন কাউকে খুঁজতে হচ্ছে বিসিবিকে। তবে ম্যাকেঞ্জির মতো টেস্টের জন্যও হাই প্রোফাইল কোচ নেয়ার কথাই ভাবছে বোর্ড, জানিয়েছেন আকরাম খান।

পাশাপাশি নব নিযুক্ত এই কোচের প্রশংসা করে এই বোর্ড কর্মকর্তা বলেছেন, ক্রিকেটার থেকে শুরু করে সবাই সন্তুষ্ট এই কোচকে পেয়ে। তবে শুধু স্বল্প ওভার ফরম্যাটের দায়িত্বই পালন করবেন এই কোচ। তাই অনেকটা বাধ্য হয়েই নতুন টেস্ট ব্যাটিং কোচের সন্ধানে নামতে হয়েছে বিসিবিকে।

'আমরা কিন্তু মনে প্রাণে চেয়েছি যে ম্যাকেঞ্জিকে পুরো সময়ের জন্য রাখতে। কিন্তু তাঁর ব্যস্ততার কারণে সেটি সম্ভব হয়নি। ওকে যে আমরা ওয়ানডের জন্য পেয়েছি তাতে আমরা অনেক ভাগ্যবান। ক্রিকেটাররাও বলেছে আর আমরাও জানি যে সে একজন হাই ক্লাস ব্যাটিং কোচ।

'তাঁকে আনাটা আমাদের জন্য অনেক বড় পাওয়া বলে আমি মনে করি। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। সে তাঁর ব্যস্ততার জন্য আমাদেরকে টেস্টে সময় দিতে পারবে না। তবে আমরা অবশ্যই এই মানের একজন ব্যাটিং পরামর্শক টেস্টের জন্য চিন্তা করছি। হয়তো ইনশাল্লাহ চলে আসবে।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ