খেলোয়াড়দের ‘অভিনব জরিমানার শিকলে’ বাঁধলেন গার্ড়িওলা

অনুশীলনে সময়মতো হাজির হওয়ার বিষয়ে আর্থিক জরিমানার বিধান আগে থেকেই চালু আছে ম্যানচেস্টার সিটিতে। গার্দিওলা সেই বিধানে একটু অভিনত্ব এনেছেন আর কি! আগে আর্থিক জরিমানাটা কাটা হতো খেলোয়াড়দের বেতন থেকে। খাত বদলে গার্দিওলা এবার চালু করলেন ‘ফ্ল্যাট ফি’ জরিমানার বিধান! মজার ব্যাপার হলো, এই ‘ফ্ল্যাট ফি’র সঙ্গে খেলোয়াড়দের আয়ের কোনো সম্পর্ক নেই।
তাহলে এটা কেমন জরিমানা? গণমাধ্যম অভিনব এই জরিমানার বিষয়ে এখনো সবিস্তারিত জানতে পারেনি। তবে ব্যাপারটি খেলোয়াড়দের বেশ উজ্জীবিত করেছে বলেই খবর। শুধু অভিনব এই জরিমানার বিধান নয়, ফুটবলারদের শৃঙ্খলার বাঁধনটা শক্ত করতে নতুন মৌসুমে আরও বেশ কিছু উদ্যোগও নিয়ে গার্দিওলা।
যেমন নতুন করে আইন করা হয়েছে, টিম মিটিং এবং দলের পারফরম্যান্স বিশ্লেষণ সেশনে ফুটবলাররা কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। তবে ড্রেসিংরুমে মোবাইল ব্যবহার করতে পারবেন। দ্বিতীয়ত, খেলোয়াড়েরা সারাক্ষণ সামাজিক যোগাযোগের মাধ্যমে চ্যাটিংয়ে মজে থাকতে পারবেন না।
ম্যান সিটির কোচ এসব নতুন নতুন বিধান চালু করেছেন একটাই উদ্দেশ্যে, দলের উজ্জীবিত পারফরম্যান্সের মাধ্যমে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্টের নতুন রেকর্ড গড়তে চান তিনি। গত মৌসুমে লিগ শিরোপা জয়ের পথে পয়েন্ট প্রাপ্তির নতুন রেকর্ড গড়েছে গার্দিওলার ম্যান সিটি। ইংলিশ প্রিমিয়ার নামকরণের পর সিটি প্রথম দল হিসেবে গড়েছে ১০০ পয়েন্ট প্রাপ্তির কীর্তি।
এবার নিজেদের এই রেকর্ডটাও ভেঙে দিতে চান গার্দিওলা। শিরোপা ধরে রাখতে এবার আরও বেশি পয়েন্ট অর্জন করতে চান তিনি। বেশি বেশি পয়েন্ট পেতে হলে চাই বেশি বেশি জয়। বেশি বেশি জয় পেতে চাই মাঠে উজ্জীবিত পারফরম্যান্স। দলকে হওয়া চাই আরও বেশি একট্টা। সেই লক্ষ্যেই গার্দিওলার এই নতুন জরিমানা-কৌশল আবিষ্কার।
অবশ্য নতুন এই কৌশলে লিগে সিটির শুরুটা শতভাগ ভালো হয়নি। লিভারপুল, চেলসি, ওয়াটফোর্ডের মতো দলগুলো মৌসুমের ৪ ম্যাচেই জিতেছে। সেখানে গার্দিওলার সিটি ৪ ম্যাচের ৩টিতে জিতেছে, অন্যটিতে ড্র করেছে। ফলে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার ঠিক ৪ নম্বরে।
তবে পয়েন্ট তালিকায় পিছিয়ে থাকলেও একমাত্র এই ড্র হতাশা খুব বেশি পোড়াচ্ছে না গার্দিওলাকে। তিনি বরং আশাবাদী, গত মৌসুমে গড়া নিজেদের ১০০ পয়েন্টের কীর্তি এবার ঠিকই টপকে যেতে পারবে তার দল।
নতুন এই কৌশল গার্দিওলার স্বপ্নটা পূরণ করতে পারবে?
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৫ জন
- প্যারোলে মুক্তি পেল আওয়ামী লীগ নেতা
- নির্বাচনী আসন ভাগাভাগি করলো এনসিপির প্রার্থীরা
- মেহেদী হাসান মিরাজের নতুন নাম দিল আইসিসি
- সুখবর: দীর্ঘ অপেক্ষার পর আরব আমিরাতের ভিসা চালু
- নতুন ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে ৩ ক্রিকেটার
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- শান্ত বাদ, তবে নতুন অধিনায়ক মিরাজ নয়
- শেখ হাসিনা ও মার্কিন গোয়েন্দা প্রধানের তুলসীর বৈঠক নিয়ে যা জানা গেল
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সরাসরি জানালেন প্রধান উপদেষ্টা
- দুই আসন থেকে নির্বাচন করবেন নাহিদ ইসলাম
- স্বাস্থ্য খাতে বড় সংস্কার: ২৬ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত
- আজকের সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজ বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার