ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

অাফগানিস্থান প্রিমিয়ার লীগে অাশরাফুল যারা অারো খেলবেন যারা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৫ ১৭:২৭:১৮
অাফগানিস্থান প্রিমিয়ার লীগে অাশরাফুল যারা অারো খেলবেন যারা

আশরাফুল বলেন, ‘আফগান টি-টুয়েন্টি লীগের ড্রাফটে আমার নাম থাকার কথা। আমি সেখানে সুযোগ পেলে নিজের ফিটনেস প্রমান করতে চাইব। আমার স্ট্রাইক রেট নিয়ে (ঢাকা প্রিমিয়ার লীগের স্ট্রাইক রেট) অনেক কথা হয়েছে। আমি সেখানে সুযোগ পেলে নিজেকে প্রমান করব।’

মোহাম্মদ আশরাফুল ছাড়াও এপিএলে বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের খেলার কথা রয়েছে। এদের মধ্যে আছেন; তামিম ইকবাল, ইমরুল কায়েস ও সাব্বির রহমান। তবে তাদের ভেতরে শুধু তামিম ইকবালের নামই নিশ্চিত করেছেন আফনিস্তান ক্রি‌কেট বোর্ডের বিনিয়োগকারী সংস্থা স্নেক্সার স্পোর্টসের সিইও আশীষ শেঠী। তবে বাংলাদেশ দলের ব্যস্ত সূচির কারনে তামিমকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখা যাবে কিনা সেটা নিশ্চিত নয় এখনও।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ