ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

এশিয়া কাপে বাংলাদেশের জন্য সুখবর আর শ্রীলংকার জন্য খারাপ খবর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৫ ১৪:৩৯:০৪
এশিয়া কাপে বাংলাদেশের জন্য সুখবর আর শ্রীলংকার জন্য খারাপ খবর

যে কারণে কিছুদিন আগে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। যার প্রধান কারণ ছিল আফগানিস্তানে দুই লেগ স্পিনার মুজিবুর রহমান এবং রাশিদ খান। অল্প কিছুদিন পরেই শুরু হচ্ছে এশিয়া কাপ। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতিমধ্যেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে প্রতিটি দল।

এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল। আর এই ম্যাচের আগে ছোটখাটো একটি সুখবরই বটে বাংলাদেশ দলের জন্য। কারণ শ্রীলংকার বর্তমান সময় দুর্দান্ত ফর্মে থাকা লেগ স্পিনার আকিলা ধনঞ্জয়া খেলতে পারছেন না এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে। শুরুর দিকে অনিশ্চিত উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ চান্দিমালও।

নিজের প্রথম সন্তানের অপেক্ষায় থাকা আকিলা চলে যাবেন সন্তানসম্ভবা স্ত্রীর কাছে, খেলবেন না প্রথম দুই ম্যাচ। আর দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে গিয়ে আঙুলের ইনজুরিতে পড়ে অনিশ্চয়তার মুখে পড়েছে চান্দিমালের এশিয়া কাপে অংশগ্রহণ। ফলে এই দুই খেলোয়াড়ের ব্যাপারে নির্ভার থাকতেই পারে টাইগাররা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ