এশিয়া কাপে অাফগানিস্থানের ম্যাচ নিয়ে এবার যা বললেন সাকিব অাল হাসান

তবে এখনো এশিয়া কাপে নিজের পরিকল্পনা কথা ভাবেননি সাকিব আল হাসান। বিডিনিউজ কে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেন, “এশিয়া কাপ নিয়ে এখনও কিছুই ভাবিনি। ভাবলে সত্যিই বলতাম। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি, পুরো সময় পরিবারকেই দিচ্ছি। ক্রিকেট মাথায় নেই। যখন দুবাইয়ে যাব, তখন থেকে এশিয়া কাপ নিয়ে ভাবতে শুরু করব।
তবে এশিয়া কাপের গ্রুপ পর্বে দুই প্রতিপক্ষ কে নিয়ে তেমন একটা চিন্তিত নন সাকিব আল হাসান। বিশেষ করে কিছুদিন আগে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। তবে টি-টোয়েন্টি থেকে আফগানিস্তান ওয়ানডে দলে অনেকটাই দুর্বল।
গ্রুপ পর্বের দুই ম্যাচে সাকিব আরো বলেন, “শ্রীলঙ্কা দলটা গুছিয়ে উঠছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারলেও শেষ দিকে কিন্তু দারুণ খেলেছে। দুবাই-আবুধাবিতে পাকিস্তানের সঙ্গে অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতাও আছে ওদের। আফগানিস্তানকে গোণায় রাখতেই হবে। হয়ত খুব বেশি দূর যেতে পারবে না, কিন্তু ওদের যা শক্তি, তাতে যে কোনো দিনই যে কোনো কিছু করার সামর্থ্য আছে। খুব ব্যালান্সড দল। আমাদের খুব ভালো খেলতে হবে।
গ্রুপ পর্ব থেকে উঠলেই সামনে পড়বে ভারত এবং পাকিস্তানের মতো দল। এশিয়া কাপের এবারের আসরের শিরোপার দাবিদার ভারত এবং পাকিস্তান। যদিও ২০১৫ সালে নিজেদের ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ এবং ভারতের বিপক্ষে সিরিজ জয় লাভ করেছিল বাংলাদেশ। তবে তিন বছরে পাল্টে গেছে অনেক কিছুই।
বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন পাকিস্তান। অন্যদিকে বিরাট কোহলিকে ছাড়াই এশিয়া কাপে খেলবে ভারত। সুপার ফোরে ভারত এবং পাকিস্তান কে নিয়ে সাকিব আল হাসান আরো বলেন, “বিরাট কোহলি না থাকলেও ভারত দারুণ দল। কোহলি ছাড়া তো সবাই আছে। ব্যাটিং লাইন আপে ম্যাচ উইনার অনেক। বোলিং দারুণ। দুই রিস্ট স্পিনার (যুজবেন্দ্র চেহেল ও কুলদীপ যাদব) দারুণ করছে।
পাকিস্তান দুর্দান্ত ফর্মে আছে। চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন ওরা। ২০১৫ সালে ওদেরকে আমরা যখন হোয়াইটওয়াশ করেছিলাম, তার চেয়ে এই দল অনেক ভালো ও আত্মবিশ্বাসী। ব্যাটিং তবু যেমন-তেমন, বোলিংটা অসাধারণ। বাঁহাতি পেসার, ডানহাতি পেসার, জোরে বোলার, সুইং বোলার, লেগ স্পিনার, বাঁহাতি স্পিনার, সব মিলিয়ে অনেক বৈচিত্র দলে, অনেক অলরাউন্ডার আছে। আমাদের কাজটা সহজ হবে না।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৫ জন
- প্যারোলে মুক্তি পেল আওয়ামী লীগ নেতা
- নির্বাচনী আসন ভাগাভাগি করলো এনসিপির প্রার্থীরা
- মেহেদী হাসান মিরাজের নতুন নাম দিল আইসিসি
- সুখবর: দীর্ঘ অপেক্ষার পর আরব আমিরাতের ভিসা চালু
- নতুন ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে ৩ ক্রিকেটার
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- শান্ত বাদ, তবে নতুন অধিনায়ক মিরাজ নয়
- শেখ হাসিনা ও মার্কিন গোয়েন্দা প্রধানের তুলসীর বৈঠক নিয়ে যা জানা গেল
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সরাসরি জানালেন প্রধান উপদেষ্টা
- দুই আসন থেকে নির্বাচন করবেন নাহিদ ইসলাম
- স্বাস্থ্য খাতে বড় সংস্কার: ২৬ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত
- আজকের সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজ বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার