ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলে দেখতে আগ্রহী বিসিবি সভাপতি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৫ ১৪:২৩:১১
মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলে দেখতে আগ্রহী বিসিবি সভাপতি

মুক্তি হয়ে গত বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে দেখা করেন মোহাম্মদ আশরাফুল। শেষমেষ মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলে খেলার জন্য আশ্বস্ত করেন বিসিবি সভাপতি। তবে অনেক দিনই শর্ত দিয়েছেন তাকে। যদি তিনি ঘরোয়া ক্রি‌কে‌টের আগামি মৌসুমে পারফর্ম করতে পারেন তবেই জাতীয় দলের দরজা খুলবে মোহাম্মদ আশরাফুলের।

বুধবার (৪ সেপ্টেম্বর) মিরপুর সাকিব ‘৭৫ এ বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের নিয়ে অনলাইন ভিত্তিক সংগঠন ও ফেসবুক গ্রুপ এফবিসি টাইগার্সের অনুষ্ঠানে উপস্থিত হন মোহাম্মদ আশরাফুল। বিসিবি সভাপতি পাপনের সঙ্গে আলোচনা প্রসঙ্গেও এসময়ে কথা বলেন আশরাফুল। বলেন, ‘তার সাথে দেখা করেছি, সে সবসময় ইতিবাচক। ভালো খেললে আমাকে তারা আরেকটা সুযোগ দেবেন, এটা আমার বিশ্বাস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ