ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

সর্বশেষ প্রকাশিত অাইসিসির সেরা টেস্ট র্র্যাংকিংয়ে বাংলাদেশের ৯ ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৫ ১৪:০১:৩৫
সর্বশেষ প্রকাশিত অাইসিসির সেরা টেস্ট র্র্যাংকিংয়ে বাংলাদেশের ৯ ক্রিকেটার

নতুন প্রকাশিত আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা ১০০ তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের ৯ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটসম্যানদের তালিকায় সেরা ১০ এ আছেন। সাকিব আল হাসানের রেটিং পয়েন্ট ৬৩২। অন্যদিকে তালিকার ২৮ নম্বরে উঠে এসেছে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। ৫৯০ পয়েন্ট নিয়ে সে ২৮ নম্বরে আছে। মুশফিকুর রহিম আছেন ৩০ নম্বরে। তার পয়েন্ট ৫৮৯।

বোলিংয়ে বাংলাদেশিদের সেরা তালিকায় সাকিব অাল হাসান। ২১ নম্বরে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৬৬৫। মেহেদি হাসান মিরাজ ৫১০ পয়েন্ট নিয়ে ৩৫। আর ৩৭ নম্বরে থাকা আরেক স্পিনার তাইজুল ইসলামে ৫০৭ নম্বর রেটিং।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। তার রেটিং পয়েন্ট ৪২০। দক্ষিণ আফ্রিকার ভারনন ফিলান্ডার ৩৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং ভারতের রবিন্দ্র জাদেজা ৩৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয়।

এক নজরে দেখে নিন আইসিসির প্রকাশিত নতুন টেস্ট র‍্যাঙ্কিংয়ের তালিকা:

আইসিসির শীর্ষ দশ ব্যাটসম্যান১। বিরাট কোহলি (ভারত) – ৯৩৭ পয়েন্ট২। স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া) – ৯২৯ পয়েন্ট৩। কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) – ৮৪৭ পয়েন্ট৪। ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) – ৮২০ পয়েন্ট৫। জো রুট (ইংল্যান্ড) – ৮০৯ পয়েন্ট৬। চেতেশ্বর পুজারা (ভারত)- ৭৯৮ পয়েন্ট৭। দিমুথ করুনারাত্নে (শ্রীলঙ্কা) – ৭৫৪ পয়েন্ট৮। দীনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা) – ৭৩৩ পয়েন্ট৯। ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা) – ৭২৪ পয়েন্ট১০। এইডেন মারক্রাম (দক্ষিণ আফ্রিকা) – ৭০৩ পয়েন্ট

বাংলাদেশি সেরা পাঁচ টেস্ট ব্যাটসম্যান২০। সাকিব আল হাসান- ৬৩২ পয়েন্ট২৮। তামিম ইকবাল- ৫৯০ পয়েন্ট৩০। মুশফিকুর রহিম- ৫৮৯ পয়েন্ট৪১। মমিনুল হক- ৫৪৯ পয়েন্ট৭৫। ইমরুল কায়েস- ৪১১ পয়েন্ট

আইসিসির শীর্ষ দশ বোলার১। জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) – ৮৬৯ পয়েন্ট২। কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)- ৮৬২ পয়েন্ট৩। রবিন্দ্র জাদেজা (ভারত) – ৮৩২ পয়েন্ট৪। ভারনন ফিলান্ডার (দক্ষিণ আফ্রিকা)- ৮২৬ পয়েন্ট৫। প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) – ৮০০ পয়েন্ট৬। ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) – ৭৯৫ পয়েন্ট৭। রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা) – ৭৯১ পয়েন্ট৮। রবিচন্দ্রন অশ্বিন (ভারত) – ৭৭৭ পয়েন্ট৯। নিল ওয়াগনার (নিউজিল্যান্ড) – ৭৬৫ পয়েন্ট১০। জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া) – ৭৫৯ পয়েন্ট

বাংলাদেশি সেরা পাঁচ বোলার২১। সাকিব আল হাসান- ৬৬৫ পয়েন্ট৩৫। মেহেদি হাসান মিরাজ-৫১০ পয়েন্ট৩৬। তাইজুল ইসলাম- ৫০৭ পয়েন্ট৪৯। মুস্তাফিজুর রহমান – ৩৪৮ পয়েন্ট৬৮। মাহমুদুল্লাহ রিয়াদ- ২২১ পয়েন্ট

আইসিসির শীর্ষ পাঁচ অলরাউন্ডার১। সাকিব আল হাসান (বাংলাদেশ) – ৪২০ পয়েন্ট২। ভারনন ফিলান্ডার (দক্ষিণ আফ্রিকা) – ৩৭০ পয়েন্ট৩। রবিন্দ্র জাদেজা (ভারত) – ৩৬৩ পয়েন্ট৪। জেসন হোল্ডার (উইন্ডিজ) – ৩৫৪ পয়েন্ট৫। রবিচন্দ্রন অশ্বিন (ভারত) – ৩৫১ পয়েন্ট

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ