ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ভুটানকে ২-০ গোলে হারিয়ে যা বললো মামুনুলরা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৫ ১৩:২১:০৫
ভুটানকে ২-০ গোলে হারিয়ে যা বললো মামুনুলরা

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মাশুক মিয়া জনি বলেন, ‘দুই বছর আগে ভুটানের কাছে হারের পরই আমাদের ফুটবলটা আরও নিচে নেমে যায়। এই ম্যাচের আগে সবাই পণ করেছিলাম—জিততেই হবে, ভালো খেলতে হবে।

কোচ জেমি ডে বলেছিল, তোমাদের স্বাভাবিক খেলাটা খেলো। তোমরাই জিতবে। সেটাই করে দেখিয়েছি। এখন অনেক ভালো লাগছে। দর্শকরা অনেক দিন পর মাঠে এসেছে। আমাদের সহযোগিতা করেছে। এতে করে আমরা উজ্জীবিত হয়েছি। আশা করছি তাদের এই সমর্থন ভবিষ্যতেও থাকবে।’

বাংলাদেশ কোচ জেমি ডে জানালেন,‘এমন জয়ের পর আসলে পুরনো কথা নিয়ে আলোচনা না করাই ভালো। আমরা এই ম্যাচ জিতেছি, এটাই বড় বিষয়। আমরা যোগ্য দল হিসেবেই ম্যাচ জিতেছি। আমি যেমনটি চেয়েছিলাম, দল সেভাবেই খেলেছে। আগের চেয়ে দলের পারফরম্যান্স ভালো হয়েছে। আমি এই জয়ে বেশ খুশি। এই ধারা অব্যাহত রাখতে হবে। জানি পাকিস্তান শক্তিশালী প্রতিপক্ষ, তারপরও আমরা সব ম্যাচে ভালো খেলতে চাই।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ