ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

মাশরাফি-সাকিব-রিয়াদ-তামিমদের প্রতি কৃতজ্ঞতা জানালেন মুশফিক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৫ ১১:৫৪:১৩
মাশরাফি-সাকিব-রিয়াদ-তামিমদের প্রতি কৃতজ্ঞতা জানালেন মুশফিক

বুধবার (৫ সেপ্টেম্বর) ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন মুশফিকুর রহিমের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। ইএসপিএনের দেওয়া সাক্ষাৎকারে মাশরাফি-সাকিব-রিয়াদ-তামিমদের সঙ্গে খেলার অভিজ্ঞতা শেয়ার করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুশফিকুর রহিম।

সাক্ষাৎকারে মুশফিকুর রহিম বলেছেন, ‘গত চার-পাঁচ বছর ধরে আমার ধারাবাহিক ভালো খেলার পেছনে এই চার ক্রিকেটারের ভূমিকা রয়েছে। কৃতজ্ঞতা তাদের প্রতি। জীবন সহজ হয়ে যায় যখন আপনি সাকিব, রিয়াদ ভাই অথবা তামিমের সঙ্গে ব্যাট করেন।’

তিনি আরও বলেছেন, ‘ক্রিকেট একার খেলা নয়। ভালো পার্টনারশিপ গুরুত্বপূর্ণ। আমাদের সবারই ম্যাচ জয়ের ক্ষেত্রে বড় অবদান রয়েছে। গত চার-পাঁচ বছর ধরে আমাদের পাঁচজনের প্রত্যেকেই কঠোরভাবে চেষ্টা করেছি। এমন একটি প্রজন্মের ক্রিকেটারদের সাথে খেলতে পারাটা অনেক বড় কিছু।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ