ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

‘বিয়ে করলে কারিনাকেই করতাম’

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৩ ২৩:৫৬:২৬
‘বিয়ে করলে কারিনাকেই করতাম’

একটি জনপ্রিয় টক শো-এ হাজির হয়েছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় এই প্রযোজক ও পরিচালক। আর সেখানেই নিজের পছন্দের নারী, যৌনতা নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয় করণকে। আর সেখানেই কারিনার বিষয়টি খোলাসা করে বলেন তিনি।

যদি কখনো বিয়ে করতেন, তাহলে কে হতেন তার জীবনসঙ্গী? এমন প্রশ্নের উত্তরে করণ স্পষ্টভাবে জানালেন, যদি কখনো বিয়ের পিঁড়িতে বসতেন, তাহলে কারিনাকেই বিয়ে করতেন তিনি। করণ বলেন, ‘কারিনার মতো বুদ্ধিমতি মেয়ে, সংসারী মেয়ে আর নেই। কারিনা ভালোবাসার জন্য সব কিছু উজাড় করে দিতে পারে।’

শুধু তাই নয় পছন্দের নারীর বিষয়ে বলার পাশাপাশি যৌনতা নিয়েও প্রশ্ন করা হয় করণকে। সেখানে তিনি বলেন, তিনি নাকি যৌনতার জন্য সঠিকভাবে উপযুক্ত নন। এ ছাড়া তৈমুর এবং রুহিকে নিয়ে প্রশ্ন করা হয় করণ জোহরকে। শুটিংয়ের ফাঁকে মাঝেমধ্যেই তৈমুরকে নিয়ে করণ জোহরের বাড়িতে যান কারিনা। আর সেখানেই বসে তৈমুর এবং রুহির খেলার আসর। এই প্রসঙ্গে করণ বলেন, কারিনা-পুত্র তৈমুরকে রুহি ‘ভাই’ বলে ডাকুক, তিনি তা চান না। তৈমুর এবং রুহি যাতে ভবিষ্যতে প্রেম করে, সেটাই তার মনের ইচ্ছা।

সূত্র: মিস মালিনী

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে