সিপিএলে মাহমুদুল্লাহ রিয়াদের ঝড়ো ব্যাটিংয়ে মুগ্ধ বাংলাদেশের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি

এর পরই যেন পাল্টে গেছে বাংলাদেশের ক্রিকেটের চিত্র। টেস্ট ক্রিকেটে হাবুডুবু খাওয়া বাংলাদেশ দলকে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ জয় লাভ করেছেন তিনি। বাংলাদেশ জাতীয় দলে ওয়েস্ট ইন্ডিজের মতো বিগ হিটার নেই। এটা নিয়ে মোটেই চিন্তিত নন বাংলাদেশ জাতীয় দলের নতুন এই ব্যাটিং পরামর্শক। তার মতে শক্তি দিয়ে না খেলে বুদ্ধি দিয়ে খেললেই আরো ভালো বিগ হিটার হওয়া সম্ভব।
ম্যাকেঞ্জি হাওয়ায় উড়িয়ে বা বাতাসে ভাসিয়ে ছক্কা হাঁকানোর বদলে ৪০ গজের ফিল্ডারের মাথার ওপর দিয়ে কভার, পয়েন্ট ও মিড উইকেটের মাথার ওপর দিয়ে বাউন্ডারি হাকানোয় অধিক মনোযোগী হতে চান। আগের দিন ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে মাহমুদউল্লাহ রিয়াদ ২৫৪ স্ট্রাইকরেটে ব্যাট করে দলকে জিতিয়েছেন।
সেটাকে উদাহরণ হিসেবে টেনে ম্যাকেঞ্জি বলেন, ‘রিয়াদ এক ম্যাচে ১১ বলে ২৮ রানের ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তার বিগ হিট খেলার সামর্থ্য আছে। শুধু রিয়াদ নয়, আমি জানি আমাদের দলে কজন ভাল হিটার আছে এবং আমি বিশ্বাস করি টেকনিক কাজে লাগিয়ে আরও বেটার হিটার হওয়া সম্ভব। আসলে বিগ হিটিংয়ের ক্ষেত্রে খুব ভাল জায়গায় চলে আসাটাই বড়।। ভাল পজিশনে এসে শটস খেলতে পারলে বিগ হিট ভাল ও পারফেক্ট হয়।’
ব্যাটিং এপ্রোচ কেমন হওয়া উচিৎ? তার ব্যাখ্যা দিয়ে ম্যাকেঞ্জি বলেন, ‘এক ওভারে ছয় রানের দরকার পড়লে আমি সিঙ্গেলস ও ডাবলসে যাবার পরামর্শ দেব। দরকারে কভার ও মিড উইকেট আর বোলারের মাথার ওপর দিয়ে চালানোর কথা বলবো। আর যখন এক ওভারে ১২ করতে হবে, তখন লক্ষ্যটা অবশ্যই একটু কঠিন হবে। তখন বিগ শটে যেতেই হবে।’
সেটা কিভাবে? ম্যাকেঞ্জির ব্যাখ্যা, ‘১২ রানের পিছু ধেয়ে শুধু ছক্কা হাকানোর চেষ্টায় থাকে বাড়তি ঝুঁকি। দেখা গেল প্রথম দুই বল ব্যাটেই লাগলোনা। দুটি ডট বলের পর হয়ত এক ছক্কার দেখা মিললো। তারচেয়ে তিনটি বাউন্ডারি হাকানোই সেরা বিকল্প। আমি দেখতে চাই, ছয় বলে ১২ রান করতে গিয়ে বাংলাদেশী ব্যাটসম্যানরা ছক্কা হাকাতে গিয়ে দুটি ডট বল দিয়ে ছক্কা হাকানোর চেষ্টা না করে পর পর তিন বলে তিন বাউন্ডারি হাকাবে। আমরা তিনটি ভাল ক্রিকেটীয় শট থেকে বাউন্ডারি তুলে নিয়েই ১২ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলতে পারি।’
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৫ জন
- প্যারোলে মুক্তি পেল আওয়ামী লীগ নেতা
- নির্বাচনী আসন ভাগাভাগি করলো এনসিপির প্রার্থীরা
- মেহেদী হাসান মিরাজের নতুন নাম দিল আইসিসি
- সুখবর: দীর্ঘ অপেক্ষার পর আরব আমিরাতের ভিসা চালু
- নতুন ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে ৩ ক্রিকেটার
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- শান্ত বাদ, তবে নতুন অধিনায়ক মিরাজ নয়
- শেখ হাসিনা ও মার্কিন গোয়েন্দা প্রধানের তুলসীর বৈঠক নিয়ে যা জানা গেল
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সরাসরি জানালেন প্রধান উপদেষ্টা
- দুই আসন থেকে নির্বাচন করবেন নাহিদ ইসলাম
- আজকের সৌদি রিয়াল রেট বিনিময় হার
- স্বাস্থ্য খাতে বড় সংস্কার: ২৬ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত
- আজ বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার