ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ভিন্নরকম প্রস্তুতি শেষে যা বললেন ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৩ ২৩:৪৪:০০
ভিন্নরকম প্রস্তুতি শেষে যা বললেন ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি

দলের অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। এ সময় তিনি বলেন, ‘কৌশলগতভাবে যে কেউ ভালো অবস্থানে থাকতে পারে। ওয়েস্ট ইন্ডিয়ানরা যেভাবে বলকে আঘাত করে, আমরা তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে যাচ্ছি না। আমরা খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানে যেতে পারি ভালোভাবে বল হিট করার দক্ষতা অর্জন করে।’

উইন্ডিজ সিরিজ দিয়ে টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব হাতে নেন নিল ম্যাকেঞ্জি। অল্প কয়েকদিন ব্যাটসম্যানদের নিয়ে কাজ করতে পেরেছেন তিনি। তবে দল নিয়ে কোচ বলেন, ‘বাংলাদেশ খুবই ভালো একটি দল। আমাদের শক্তিমত্তা ব্যবহার করতে হবে। যেমন- ব্যাটের ভালো গতি এবং দারুণ কব্জির ব্যবহার। আমার মনে হয় না ছেলেদের এসব ভূমিকা পালনের সুযোগ দেয়া হয় গেম প্ল্যানের কারণে।’

এশিয়া কাপ নিয়ে তরুণ ক্রিকেটারদের নিয়ে আলাদা পরিকল্পনা করছেন কোচ ম্যাকেঞ্জি। তরুণদের নিয়ে তিনি বলেন ‘আমার একজোড়া খোলা চোখ আছে। আমি সবাইকে গড়ে ওঠার জন্য যথেষ্ট সময় দিতে চাই। আমি তেমন কোন সমস্যা দেখতে পাচ্ছিনা এখানে। আমি মনে করি অন্তত একজন তরুন খেলোয়াড় এগিয়ে এসে দেখাবে তারা কি করতে পারে। আমাদের গেম প্ল্যান নিয়ে কথা বলতে হবে, কমিটমেন্ট ও বিভিন্ন বিষয়ে মানসিক দিক নিয়ে আলোচনা করতে হবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ