ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের জন্য ঘোষিত সংক্ষিপ্ত তালিকায় মড্রিচ, সালাহ এবং রোনালদো

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৩ ২৩:৪১:৪৭
ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের জন্য ঘোষিত সংক্ষিপ্ত তালিকায় মড্রিচ, সালাহ এবং রোনালদো

ফিফা দ্য বেস্ট ২০১৮ পুরস্কারের জন্য ঘোষিত সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন এই তিনজন।

এক নজরে সেরা তিনে যায়গা পাওয়া তিনজনের সংক্ষিপ্ত পরিসংখ্যান:-

ক্রিস্টিয়ানো রোনালদোরিয়াল মাদ্রিদ/ জুভেন্টাস, পর্তুগাল

* ২০১৭-১৮ চ্যাম্পিয়ন্স লীগ এবং ক্লাব বিশ্বকাপ জয়ী।* ২০১৭-১৮ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোল দাতা(১৫ টি)

লুকা মড্রিচরিয়াল মাদ্রিদ,ক্রোয়েশিয়া

* বিশ্বকাপের সেরা খেলোয়াড়।* চ্যাম্পিয়ন্স লিগে এবং ক্লাব বিশ্বকাপ জয়ী।

মোহাম্মদ সালাহলিভারপুল,মিশর

* চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ।* লিভারপুলের হয়ে মৌসুমে ৪৪ টি গোল।

কিছুদিন আগেই দশজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফিফা। দশ জনের সেই তালিকায় ছিলেন:১) ক্রিস্টিয়ানো রোনালদো২) মোহাম্মদ সালাহ৩) লুকা মড্রিচ৪) লিওনেল মেসি৫) কিলিয়ান এমবাপ্পে৬) এডেন হ্যাজার্ড৭) কেভিন ডি ব্রুইন৮) রাফায়েল ভারান৯) গ্রীয়েজম্যান১০) হ্যারি কেন।

গত বছর এই পুরস্কারটি পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার কে পাবেন সেটা জানতে অপেক্ষা করতে আর ও কয়েকদিন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ