ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ইমামের প্রসংশায় পঞ্চমুখ ফখর জামান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৩ ২৩:৪০:৫৮
ইমামের প্রসংশায় পঞ্চমুখ ফখর জামান

গত বছর অক্টোবর মাসে শ্রীলঙ্কার সাথে অভিষেক হওয়া ২২ বছর বয়সী ইমাম এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে নয়টি একদিনের ম্যাচ খেলেছেন ফখরের সঙ্গী হিসেবে।

সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ওপেনিং এ দারুণ সফল এই দুই ব্যাটসম্যান। পাঁচ ম্যাচে তিন শতকে ৭৯ গড়ে ৩৯৫ রান করা তরুণ এই ক্রিকেটারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ফখর।

ফখর জামান বলেন, ‘ইমাম উল হক একজন ব্যতিক্রমী খেলোয়াড় এবং সে পাকিস্তানের হয়ে আমার সাথে নতুন জুটি বাঁধতে পারে। আমি ইতিমধ্যে তার সাথে খেলার অভিজ্ঞতা অর্জন করেছি। ঘরোয়া ক্রিকেটে হাবীব ব্যাংকের হয়েও আমরা অনেকদিন একসাথে খেলেছি।

‘ইমামের সাথে আমার খুব ভালো বোঝাপড়া আছে এবং তার সাথে ব্যাটিং করা আমি উপভোগ করি। সে খুবই পরিশ্রমী খেলোয়াড় এবং যে কোন সময় উইকেটে থাকেন বা অনুশীলনে আমার থেকে উপদেশ নিয়ে থাকেন।’

উল্লেখ্য, কিছুদিন আগে ইমামের সাথে ওপেন করেই ইতিহাস গড়েন ফখর, তুলে নেন ক্যারিয়ার সর্বোচ্চ ২১০* রান। ইমামের সঙ্গ তো তার ভাল লাগবেই। এদিকে ইমামের ছোটো ক্যারিয়ারও এখন পর্যন্ত সমৃদ্ধ।

এই ছোট ক্যারিয়ারে সবমিলিয়ে পাঁচ ওয়ানডেতে দুই শতক এবং সমান অর্ধশতকে ৫১৫ রান করেন ইমাম। প্রায় ২৫৭.৫০। তাই বলাই যায় ফখর-ইমাম জুটিতে নতুন স্বপ্ন দেখতেই পারে পাকিস্তান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ