ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

এশিয়া কাপে মাশরাফির আরো উপরে ব্যাট করা প্রয়োজন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৩ ২৩:৩৫:০৮
এশিয়া কাপে মাশরাফির আরো উপরে ব্যাট করা প্রয়োজন

এর আগে ২০১৬ সালের টি-টুয়েন্টির এশিয়া কাপের পাকিস্তানের বিপক্ষে বাঁচা মরার ম্যাচেও ব্যাটিং অর্ডারে এক ধাপ এগিয়ে ম্যাচের গতিপ্রকৃতি বদলে দিয়েছিলেন তিনি।

একই বছর মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তাঁর ব্যাট থেকে আসে ২৯ বলে ৪৪ রান, যার উপর ভর করে বাংলাদেশকে সিরিজে সমতা আনতে সাহায্য করে।

একজন পরিপূর্ন অলরাউন্ডার হওয়ার সবকিছুই যে ছিলো মাশরাফির। কিন্তু ইনজুরি এবং বাজে সময়ের কারণে মাশরাফি একজন অলরাউন্ডার নয়, একজন পেসার হিসেবেই থাকতে হলো।

তাই এবার এশিয়া কাপে মাশরাফিকে কিছুটা উপরে ব্যাট হাতে আশা করতেও পারে তার সমর্থকরা।

তবে এই ব্যাপারে বাংলাদেশ দলের ক্রিকেটারদের প্রিয় ব্যাক্তিত্ব নাজমুল আবেদীন ফাহিম বলেন , ‘এখন ওই নম্বরে ব্যাট করতে যেই ধারাবাহিকতাটা দরকার, সেটা তাঁর থাকবে কিনা এটা একটা বড় প্রশ্ন। কারণ সাত নম্বরে সবসময়ে ক্রিজে গিয়ে মারার মত অবস্থা হয়তো থাকবে না। মাঝে মাঝে সাত নম্বর ব্যাটসম্যানকেও ধরে খেলতে হয়। তবে ম্যাচের চাহিদা অনুযায়ী সে এক ধাপ ওপরে এসে খেলতে পারে। এশিয়া কাপে পরিস্থিতি বুঝে তাকে এক ধাপ উপরে এসে খেলতে হবে।’

তিনি আরো বলেন ,”এই পজিশনে যারা খেলে তাঁরা রানের দ্রুত মরিয়া থাকবে। তাঁরা আগ্রাসী ধাঁচের ব্যাটসম্যান হবে… যে কিনা ব্যাটিং এর গড় বা ব্যাটিং এর দৃষ্টিনন্দন দিক নিয়ে ভাববে না। এই মানসিকতাটা সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, এই পাগলামিটাই দরকার।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ