ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ছয় থেকে চার মারার দিকে বেশি মনোযোগী ব্যাটিং কোচ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৩ ২২:০১:৪৫
ছয় থেকে চার মারার দিকে বেশি মনোযোগী ব্যাটিং কোচ

দলের সঙ্গে ক্যারিবিয়ান সফরে যোগ দিলেও ঢাকায় এই প্রথম কাজ করলেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান। মিরপুরে টাইগারদের দিবা-রাত্রির অনুশীলনে গুরুত্ব পেয়েছে পাওয়ার হিটিং ও ফিনিশিং। ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি যোগ দিয়ে ব্যস্ত রাখলেন ব্যাটসম্যানদের।

স্লগ ওভারে বাংলাদেশের ব্যাটিং সবসময়ই দুচিন্তার। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও এই জায়গাতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে ম্যাকেঞ্জি বলেছেন, ‘কৌশলগতভাবে যে কেউ ভালো অবস্থানে থাকতে পারে। ওয়েস্ট ইন্ডিয়ানরা যেভাবে বলকে আঘাত করে, আমরা তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে যাচ্ছি না। আমরা খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানে যেতে পারি ভালোভাবে বল হিট করার দক্ষতা অর্জন করে।’

সেজন্য লক্ষ্যস্থল বানিয়েছেন তিনি, ‘চারটি জায়গাকে- কাভার, পয়েন্ট, মিডউইকেট ও ৪৫ গজ। বেশ কয়েকজন বিগ হিটার আছে এই দলে। সিপিএলে মাত্রই রিয়াদ (মাহমুদউল্লাহ) ১১ বলে ২৮ রান করেছে। যদি প্রতি ওভারে ৬ রান নিতে মনোযোগী হন, আমি হবো এক, দুইয়ের জন্য এবং ফাঁকা স্থান পেতে। আমার মনোযোগ কাভার ও মিডউইকেটের ওপর দিয়ে খেলা।’

হার্ডহিটার ব্যাটসম্যানদের নিয়ে ভাবতে চান না প্রোটিয়া এই কোচ। ওভার বাউন্ডারি বাদ দিয়ে ভালো শটে বাউন্ডারি এলেই খুশি বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ, ‘আমার মনে হয় এই ছেলেদের আমরা অনেক বেশি ছক্কা মারিয়ে খুবই প্রতিদ্বন্দ্বী করে গড়তে পারি। কিন্তু এর চেয়ে দক্ষতাপূর্ণ শট খেলার মাধ্যমে মেধা দেখানোই আসল। মিস, মিস, ছক্কা, ছক্কা- আমি ওয়েস্ট ইন্ডিয়ানদের এই ধরনটা বদলাতে চাই। আমি বাংলাদেশের ছেলেদের দেখতে চাই তারা চার, চার এবং চার হাঁকাচ্ছে। আমি বড় বড় ছক্কা হাঁকানোর দিকে খুব বেশি মনোযোগী নই, যেটাতে অনেক কিছু ঘটতে পারে। আমরা ওভারে ১২ নিতে পারি খুব ভালো তিনটি শটের মাধ্যমে।’

অল্প কয়েক দিন বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে কাজ করেছেন তিনি। তাতেই ম্যাকেঞ্জির উপলব্দি, ‘বাংলাদেশ খুবই ভালো একটি দল। আমাদের শক্তিমত্তা ব্যবহার করতে হবে। যেমন- ব্যাটের ভালো গতি এবং দারুণ কব্জির ব্যবহার। আমার মনে হয় না ছেলেদের এসব ভূমিকা পালনের সুযোগ দেওয়া হয় গেম প্ল্যানের কারণে।’

সঙ্গে যোগ করেছেন, ‘তুলনায় যাওয়াটা বেশ কঠিন। ৬-৭ মাস পর আমাকে জিজ্ঞেস করুন, ততদিনে আমি ছেলেদের বুঝতে পারব। আমার মনে হয় বিটুইন দ্য উইকেটে আমরা বেশ দ্রুত এবং আমাদের খুব ভালো কব্জির ব্যবহার আছে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ