ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

এশিয়া কাপের আগেই অসুস্থ মুস্তাফিজ ও রুবেল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৩ ১৯:৩৪:৪৬
এশিয়া কাপের আগেই অসুস্থ মুস্তাফিজ ও রুবেল

গতকাল স্কিল ট্রেনিংয়ে যোগ দিলেও আজ মিরপুরে অনুশীলন করতে এসে ফিরে যেতে হয়েছে দুজনকেই। তাই নিজেদের মধ্যে আয়োজিত প্রস্তুতি ম্যাচে যোগ দিতে পারেননি এই দুই পেসার।

জানা গেছে জ্বরের কারণেই আজ বাকিদের সাথে মাঠে যোগ দিতে পারেননি তাঁরা। এদিকে আজ ক্রিকেটারদের সাথে যোগ দিয়েছেন টাইগারদের নব নিযুক্ত ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি।

এছাড়া গতকাল প্রধান কোচ স্টিভ রোডসের সাথে স্পিন কোচ সুনীল যোশিকেও পেয়েছিল ক্রিকেটাররা। অপরদিকে আজ নির্ধারিত সময় দুপুর তিনটায় ম্যাচ প্রেক্ষাপট বিবেচনায় রেখে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে জাতীয় দলের খেলোয়াড়রা।

বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে এই অনুশীলন। এরপর এক ঘণ্টা বিরতির পর সন্ধ্যা সাড়ে ছয়টায় নিজেদের মাঝে একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে তাঁরা। ম্যাচটি স্থায়িত্বকাল রাখা হয়েছে রাত ১১টা পর্যন্ত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ