ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

সিপিএল-২০১৮ প্লে অফ নিশ্চিত করলো যে চারটি দল…

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৩ ১৭:১২:২৬
সিপিএল-২০১৮ প্লে অফ নিশ্চিত করলো যে চারটি দল…

সাত ম্যাচে পাঁচ জয় ও দুই হারে পয়েন্ট টেবিলের প্রথম দুই দল হচ্ছে ত্রিনবাগো নাইট রাইডার্স ও গায়ানা আমাজন ওয়ারিয়রস। তাদের মাঝে পার্থক্য শুধুই নেট রান রেটে। +১.০২১ পয়েন্টে এক নম্বরে আছে ত্রিনবাগো নাইট রাইডার্স। দুইয়ে থাকা গায়ানা আমাজন ওয়ারিয়রসের পয়েন্ট +৬৭২। ১০ পয়েন্ট নিয়ে তিনে থাকা জামাইকা তালওয়াস ৯ ম্যাচ খেলে ৫টিতে জয় এবং ৪ টিতে হেরেছে। সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিটিয়টস ৯ ম্যাচে ৪ টি জয় ও ৪ হার এবং ১ ড্র নিয়ে ৯ পয়েন্টে হয়েছে চতুর্থ। এই চারটি দলই খেলছে প্লে অফে।

এদিকে পয়েন্ট টেবিলে তলানিতে থাকা সেইন্ট লুসিয়া স্টারসের ১০ টি ম্যাচই খেলা শেষ। ৩ জয়, ৬ হার ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তাদের সিপিএল স্বপ্ন ইতোমধ্যে শেষ। একেবারে তলানিতে থাকা বার্বাডোজ ট্রায়ান্ডের ৮ ম্যাচে ২ জয় ও ৬ হারে পয়েন্ট মাত্র ৪। বাকি দুইম্যাচ জিতলেও তাদের পয়েন্ট দাঁড়াবে ৮। তাই প্লে অফ খেলা হচ্ছে না তাদেরও।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ