ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

পিএসএল খেলবেন স্মিথ-ওয়ার্নার?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৩ ১২:৫০:০৬
পিএসএল খেলবেন স্মিথ-ওয়ার্নার?

এবি'র পিএসএলে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি আরও একটি তথ্য দিয়েছে টেলিভিশন চ্যানেলটি। সেটা হল, চতুর্থ আসরে খেলতে পারেন অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ। জিওতে বলা হয়,

'বিশ্বস্ত কয়েকটি সূত্র থেকে জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ পিএসএলের আসন্ন আসরে অংশ নিতে পারেন।'

এদিকে চলতি বছর বল টেম্পারিংয়ের দায়ে ক্রিকেট থেকে ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন এই দুজন ক্রিকেটার। জাতীয় দলের বাইরে থাকলেও বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ মাতিয়ে বেড়াচ্ছেন তারা।

সেই সঙ্গে কানাডার গ্লোবাল টি-টুয়েন্টি লীগেও খেলেছেন দুজন। আর এবার তাদের পিএসএলে অংশ নেয়ার বিষয়টি সম্পর্কে ধারণা পাওয়া গেল।

দুজন নিশ্চিত না হলেও চতুর্থ আসরে খেলার জন্য সম্মতি দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। পিএসএলের প্রথম তিন সপ্তাহ খেলবেন তিনি বলে নিশ্চিত করেছে জিও।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ