ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

মাহমুদুল্লাহর এমন পারফরম্যান্সে মুগ্ধ অধিনায়ক ক্রিস গেইল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৩ ১২:৪১:০৫
মাহমুদুল্লাহর এমন পারফরম্যান্সে মুগ্ধ অধিনায়ক ক্রিস গেইল

জ্যামাইকা তালাওয়াস এ বিপক্ষে ২০৭ রানে ব্যাটিংয়ে নেমে ব্যাট হাতে ঝড় তুললেন মাহমুদউল্লাহ রিয়াদ। বৃষ্টির আইনে মাহমুদুল্লাহ রিয়াদের টার্গেট দাঁড়ায় ১১ ওভারে ১১৮ রান। আর এই ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ এবং রসি ভ্যান ডের ডাসেনের ব্যাটে দুর্দান্ত জয়ে শেষ চার নিশ্চিত করেছে সেন্ট কিটস।

বৃষ্টি আইনে ১১৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০.১ ওভারে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় মাহমুদুল্লাহরা। মাহমুদুল্লাহ ১১ বলে ২৮ রান করে অপরাজিত ছিলেন। ২ টি চার ছাড়াও ২ টি ছক্কা মেরেছিলেন তিনি। মূলত মাহমুদুল্লাহ রিয়াদের এই ব্যাটিং ঝড়ের কারণে ম্যাচে জিতল সেন্ট কিটস।

টসে হেরে ব্যাট করতে নেমে সেন্ট কিটসের বিপক্ষে ২০৬ রানের পাহাড় সমান রান তোলে জ্যামাইকা। জ্যামাইকার হয়ে গ্লেন ফিলিপ্স ২৯ বলে ৪১, রমেন পাওয়েল ৪০ বলে ৮৪ এবং ডেবিড মিলারের ৩২ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ০ রানেই অাউট হয় ইভেন লুইস।

এরপর ক্রিস গেইল এবং রসি ভ্যান ডের ডাসেনের ব্যাটে ঘুরে দাড়ায় সেন্ট। গেইল ৪১ করে অাউট হলে ০ রান করেই প্যাভিলিয়নে ফেরেন বেন কটিং। বিপদে পড়া সেন্ট কিটস কে উদ্ধার করেন মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাটিংয়ে নেমেই ঝড় তোলেন মাহমুদউল্লাহ। শেষ ১৮ বলে জয়ের জন্য তখন প্রয়োজন ৪৩ রানের।

ব্যাটিং এ মাহমুদুল্লাহ রিয়াদ এবং রসি ভ্যান ডের ডাসেন। অার এই দুই জন ২ ওভারে ৪৩ রান করে ফেরেন। যেখানে মাহমুদউল্লাহর অাবদানই বেশী। দলের নবম ওভারে থমাসের এক ওভার এ ২৭ রান নেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং রসি ভ্যান ডের ডাসেন। প্রথম দুই বলে দুটি ছক্কা এবং একটি রান নিয়ে মাহমুদুল্লাহকে স্টাইক দেন রসি ভ্যান।

ওভারের শেষ ৩ বলে ২ টি চার এবং একটি ছক্কা হাঁকিয়ে জয় সহজ করে তোলেন মাহমুদুল্লাহ রিয়াদ। পরের ওভারে মাহমুদুল্লাহ রিয়াদের একটি ছক্কায় ১৪ রান নিলে ম্যাচ জয়লাভ করে সেন্ট কিটস। এ জয়ের ফলে শেষ চার নিশ্চিত করলো মাহমুদউল্লাহরা।

আর মাহমুদুল্লাহর এমন পারফরম্যান্সে মুগ্ধ অধিনায়ক ক্রিস গেইল। তবে পুরো টুনামেন্টে মাহমুদুল্লাহকে না পাওয়া হতাশ তিনি। সিপিএলে আর মাত্র একটি ম্যাচ খেলে আগামী ৭ সেপ্টেম্বর দেশে ফিরে আসবেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহকে ভীষণ মিস করবেন তিনি।

“রিয়াদ এবং রসি ভ্যান ডের ডাসেনকে ধন্যবাদ দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য। রিয়াদের দুর্দান্ত ইনিংস এ আমরা শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছাতে পেরেছি। আর এক ম্যাচ পরেই রিয়াদ দেশে ফিরে আসবে, আমরা তাকে মিস করবো অনেক। এখন বাকিদের জন্য সুযোগ বাড়তি দায়িত্ব নেয়ার।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ