ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

অধিনায়ক মাশরাফির কারনে এবার বেচে গেলেন সাব্বির রহমান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৩ ১২:৩৮:০১
অধিনায়ক মাশরাফির কারনে এবার বেচে গেলেন সাব্বির রহমান

তবে দমেননি সাব্বির রহমান। তারপরেও একের পর এক বিতর্ক জড়িয়েছেন তিনি। আর সেই কারণেই এবার অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারতেন সাব্বির রহমান। মিটিং এমন সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু মাশরাফি বিন মর্তুজার হস্তক্ষেপে সে শাস্তি কমিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৬ মাসের নিষেধাজ্ঞা হয় সাব্বির রহমানের উপর। সিদ্ধান্তটি এখন বোর্ড মিটিংয়ে অনুমোদনের অপেক্ষায়। শুধু অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নয় সাব্বিরের সাজা কমানোর জন্য বিসিবি কে অনুরোধ করেছেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা।

কিন্তু কোন অভিযোগে সাজা দেওয়া হলো সাব্বিরকে? গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে করেছিলেন ১৫ রান। দ্বিতীয় ম্যাচের পর সাব্বিরের বর্তমান ফর্ম নিয়ে ফেসবুকে ব্যাঙ্গাত্মক মন্তব্য করেছিলেন এক ক্রিকেটপ্রেমী।

সেই পোস্টে ‘সাব্বির রহমান রুম্মান’ নামের ব্যক্তিগত আইডি থেকে অশ্লীল গালিগালাজ এবং হুমকি প্রদান করেন সাব্বির। এই ঘটনা নিয়ে সোশ্যাল সাইটে তোলপাড় সৃষ্টি হয়। সাব্বির তার অ্যাকাউন্টটা সাময়িক বন্ধ করে দেন।

দুদিন পর এক ফেসবুক পোস্টে তিনি জানান, তার আইডি হ্যাক হয়েছিল। কিন্তু অসংখ্য অপকর্ম করে যাওয়া সাব্বিরের এই যুক্তি মানতে রাজী নয় বিসিবি। এর সঙ্গে যুক্ত হয়েছে সাব্বিরের একের পর এক অন্যায়। এর আগে দর্শক পিটিয়ে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন। তারপরেও শোধরাননি তিনি। বিসিবির ডিসিপ্লিনারি কমিটি তাই তার সামগ্রিক কর্মকাণ্ড বিবেচনা করেই সাজার সুপারিশ করেছে।

আজ শনিবারের শুনানি শেষে বিসিবি পরিচালক ঈসমাইল হায়দার মল্লিক গণমাধ্যমের কাছে বলেন, ‘সম্প্রতি ফেসবুকের একটা বিষয় নিয়ে তাকে (সাব্বির) শাস্তি দেওয়া হয়েছে। ও অবশ্য বলছে, এটা হ্যাকড হয়েছিল। এই মুহূর্তে আমরা এটা যাচাই করতে পারছি না। তবে তার সর্বোপরি কার্যকলাপ বিবেচনা করে শাস্তিটা দেওয়া হয়েছে। আগের ঘটনায় সে তো শাস্তি পেয়েছেই। এখন শাস্তিটা এসেছে ৬ মাস আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ। ‘

সাব্বিরকে নিয়ে আসলে কোনো শুনানি হয়নি। বিসিবির ডিসিপ্লিনারি কমিটি আগেই হয়তো ঠিক করে রেখেছিল তার শাস্তি। তাই শুনানি থেকে বের হতে পাঁচ মিনিটও লাগেনি এই তরুণ ব্যাটসম্যানের। শুনানিতে তিনি নাকি নিজের দোষ স্বীকার করেছেন এবং কৃতকর্মের জন্য অনুতাপ প্রকাশ করেছেন। তবে সাব্বিরের জন্য ভবিষ্যতে আরও কঠোর সিদ্ধান্ত যে অপেক্ষা করছে, ঈসমাইল হায়দার মল্লিক সেটা জানাতে ভুললেননি।

বিসিবির এই পরিচালক আরও বলেছেন, ‘ফেসবুকের একটা স্ট্যাটাসের জন্য ৬ মাস শাস্তি আমরা অনেক বড় মনে করছি। ভবিষ্যতে এমন আর কোনো কার্যকলাপ যদি নজরে আসে তাহলে লম্বা সময়ের জন্য নিষিদ্ধ হতে পারে সাব্বির। নিজেকে সংশোধন না করলে বড় শাস্তি সে পাবেই।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ