ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

এশিয়া কাপের সবগুলো দলের স্কোয়াড…

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৩ ১২:৩১:৫১
এশিয়া কাপের সবগুলো দলের স্কোয়াড…

এশিয়া কাপকে সামনে রেখে বৃহস্পতিবার (৩০ আগস্ট) ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের ঘোষিত দলে নতুন মুখ নাজমুল হোসেন শান্ত এবং আরিফুল হক। এছাড়া দলে ফিরেছেন মোহাম্মদ মিঠুন আলী। অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান ও এনামুল হক বিজয়। উইন্ডিজ সফরে থাকলেও এই দলে ডাক পাননি ডানহাতি পেসার আবু জায়েদ চৌধুরী রাহি।

এশিয়া কাপের ১৫ সদস্যের বাংলাদেশ দলঃ মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান এবং আবু হায়দার রনি।

এশিয়া কাপের জন্য শনিবার (১ সেপ্টেম্বর) ১৬ সদস্যের দল ঘোষণা করে ভারত। দক্ষিণ আফ্রিকা সফরকে মাথায় রেখে বিশ্রামে রাখা হয়েছে অধিনায়ক বিরাট কোহলিকে। তার পরিবর্তে ভারতকে নেতৃত্ব দিবেন রোহিত শর্মা। দলে ফিরেছেন মানিশ পান্ডে, আমবাতি রাইডু এবং কেদার যাদব। প্রথমবারে এই দলে সুযোগ পেয়েছেন বাঁ হাতি পেসার খলিল আহমেদ। অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন সুরেশ রায়না, উমেশ যাদব ও সিদ্ধার্ত কোল।

এশিয়া কাপে ১৬ সদস্যের ভারতের স্কোয়াডঃ রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান (সহ-অধিনায়ক), কে এল রাহুল, আমবাতি রাইডু, মানিশ পান্ডে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেট রক্ষক), দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবেনশ্বর কুমার, জাস্প্রিত বুমরাহ, শারদিল ঠাকুর, খলিল আহমেদ।

লাসিথ মালিঙ্গাকে নিয়ে শনিবার (১ সেপ্টেম্বর) এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। প্রায় এক বছর পর দলে ফিরলেন এই ডানহাতি পেসার। এ দিকে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন দীনেশ চান্দিমাল এবং দানুশকা গুনাথিলাকা। অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন নিরোশান ডিকভেলা, লাহিরু কুমারা, প্রবথ জয়াসুরিয়া এবং শেহান জয়াসুরিয়া। শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিবেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ।

এশিয়া কাপে ১৬ সদস্যের শ্রীলঙ্কা স্কোয়াডঃ অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), কুশল পেরেরা, কুশল মেন্ডিস, উপল থারাঙ্গা, দীনেশ চান্দিমাল, দানুশকা গুনাথিলাকা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনঞ্জয়া, দিলরুয়ান পেরেরা, আমিলা আপোন্সো, কাসুন রাজিথা, সুরাঙ্গা লাকমল, দুশমান্থা চামিরা ও লাসিথ মালিঙ্গা।

স্ট্যান্ডবাই: শিহান মধুশানাকা, নুয়ান প্রদীপ, লক্ষন সান্দাকান, শেহান জয়সুরিয়া ও নিরোশান ডিকভেলা।

এশিয়া কাপের ক্যাম্পের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত দলে বাদ পড়েছেন ওপেনার আজহার আলী। তার জায়গায় ডাক পেয়েছেন শান মাসুদ। এশিয়া কাপ দিয়ে দীর্ঘ এক বছর পর দলে ফিরেছেন ইমাদ ওয়াসিম।

এশিয়া কাপের ক্যাম্পের জন্য ১৮ সদস্যের পাকিস্তান দলঃ ফখর জামান, ইমাম-উল হক, শান মাসুদ, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলি, হারিস সোহেল, সরফরাজ আহমেদ(অধিনায়ক), শাদাব খান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলি, উসমান খান শেনওয়ারি, মোহাম্মদ আমির, জুনায়েদ খান, শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ।

এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের চুড়ান্ত দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড। উক্ত দলে বোলিংয়ে স্পিনে নেতৃত্ব দিবেন রশিদ-মুজিব-নাবীরাএবং পেসের দিক দিয়ে আক্রমণ চালাবেন আশরাফ-আফতাবরা। অন্যদিকে ব্যাটিং আক্রমনে থাকবেন শেহজাদ-রহমত শাহের মতো ব্যাটসম্যানরা।

এশিয়া কাপে আফগানিস্তানের ১৭ সদস্যের দলঃ আসগর স্তানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেট রক্ষক), নজীবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারী, মোহাম্মদ নবী, গুলাবদিন নাইব, মুনির আহমেদ, আহমেদ শেহজাদ, হাসমত শাহিদী, করীম জান্নাত, রশিদ খান, শারাফউদ্দীন আশরাফ, মুজিব-উর রহমান, ইহসানুল্লাহ জান্নাত, আফতাব আলম,ওয়াফাদার মোহাম্মদ এবং জাবেদ আহমেদী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ