ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ভারতীয় দলে কে এই খলিল আহমেদ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৩ ১২:৩০:০৬
ভারতীয় দলে কে এই খলিল আহমেদ

২০১৬ সালে দ্রাবিড় মেন্টর থাকার সময়েই দিল্লি ডেয়ারডেভিলস টিমে নেওযা হয় খলিলকে। তখন নিলামে তাঁর দাম ছিল মাত্র ১০ লক্ষ টাকা। খলিলের বদলে যাওয়া জীবনের আদর্শ জাহির খান। তখন দিল্লির অধিনায়ক জাহির খানের কাছেই পেশাদার হওয়ার প্রথম পাঠ নেন খলিল আহমেদ।

জাতীয় দলে ডাক পাওয়ার পর জহির খানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খলিল বলেন, ‘আগে শুধু জোরে বোলিং করেছি। তেমন কৌশল রপ্ত করতে পারিনি। জহির আমার হাত (ডান হাত) ও কবজি নিয়ে কাজ করেছেন। সিম পজিশন আর গ্রিপও ঠিক করে দিয়েছেন। এখন আমি ডানহাতি ব্যাটসম্যানের ভেতরে বল ঢোকাতে পারি।’

সম্প্রতি কোয়াড্রাঙ্গুলার সিরিজে ইন্ডিয়া-বি দলে খেলেন খলিল। আগামী বছর ইংল্যান্ডে বিশ্বকাপের কথা চিন্তা করে এশিয়া কাপের দলে তাকে অন্তভুক্ত করেন নির্বাচকরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ