ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

‘ইরফানের অসুখ আমায় অবাক করেনি’

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৩ ১২:২৩:৫৬
‘ইরফানের অসুখ আমায় অবাক করেনি’

এবেলা পত্রিকার খবরে বলা হয়, ‘পিকু’ (২০১৫) ছবিতে দীপিকা ও ইরফান খানের রসায়ন পছন্দ করেছিলেন দর্শকরা। আবারও বিশাল ভরদ্বাজের একটি ছবিতে একসঙ্গে কাজ করার কথা ছিল এই জুটির। কিন্তু তার মাঝেই বাধা হয়ে দাঁড়িয়েছিল ইরফানের অসুখ। ঠিক সেই সময়েই দীপিকাও কাঁধের ব্যথায় ভুগছিলেন। পরিচালক জানিয়ে দিয়েছিলেন দু’জন সম্পূর্ণভাবে সুস্থ হলেই ছবির কাজ শুরু হবে। কিন্তু এত কিছুর পরেও ইরফানের ‘বিরল অসুখ’-এর খবর একটুও অবাক করেনি দীপিকাকে।

দীপিকা বলেন, ‘অভিনেতা ছাড়াও ইরফানকে মানুষ হিসেবে আমি খুব পছন্দ করি। আমি বলব না যে আমি এই খবর আশা করছিলাম। কিন্তু তার সঙ্গে এই খবর আমায় অবাকও করেনি।’

কিন্তু কেন এমন মন্তব্য করেছিলেন দীপিকা? তিনি বলেন, ‘অতীতে আমি এমন অনেক কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি। আর সেই অভিজ্ঞতাই আমায় শিখিয়েছে, জীবন খুব ভঙ্গুর। যে কোনও সময়ে যে কোনও মানুষের সঙ্গে যা কিছু হতে পারে। আমায় এখন কোনও কিছু সেভাবে শঙ্কিত করে না। আমি ওর দ্রুত আরোগ্য কামনা করি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে