ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

লুকাকুর জোড়া গোলে মৌসুমের প্রথম জয় ম্যানইউর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৩ ১২:২৩:২৫
লুকাকুর জোড়া গোলে মৌসুমের প্রথম জয় ম্যানইউর

এদিন বার্নালির মাঠে ম্যাচের ২৭ মিনিটেই এগিয়ে যায় ম্যানইউ। আলেক্সিস সানচেসের ক্রস থেকে পাওয়া বল প্রতিপক্ষ জালে জড়িয়ে দলকে ১-০তে এগিয়ে নিয়ে যান বেলজিয়ান তারকা লুকাকু। ম্যাচের ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু বার্নালির গোলকিপার জো হার্ট সেই সেই সুযোগ দেননি।

তবে দ্বিতীয় গোল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি লুকাকুকে। ম্যাচের ৪৪ মিনিটে লিনগার্ডের শপ প্রতিপক্ষের খেলোয়াড়ের গালে লাগলে তা পেয়ে যান লুকাকু। এবার আর তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনিন হার্ট। ফলে ম্যানইউ এগিয়ে যায় ২-০ ব্যবধানে।

ম্যাচের ৬৮ মিনিটে দারুণ এক গোলের সুযোগ নষ্ট করেন ম্যানইউর ফরাসি তারকা পল পগবা। বার্নালির ডি-বক্সের ভেতর র্যা শফোর্ড ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ম্যানইউ। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের সদস্য পগবা। ফলে ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানইউ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ