ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

দেনায় জর্জরিত প্রিয়াঙ্কার হবু শ্বশুর

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৩ ১২:১৯:১০
দেনায় জর্জরিত প্রিয়াঙ্কার হবু শ্বশুর

পপুলার মার্কিন গায়ক নিক জোনাসের বাবা পল জোনাসের মাথায় নাকি ১ মিলিয়ন ডলার দেনা। জানা গেছে, নিকের বাবার একটি রিয়েল এস্টেট কোম্পানি আছে। সেই কোম্পানির দেনা এখন ১মিলিয়ন মার্কিন ডলার। কোম্পানি টিকে আছে লসের মধ্যেই। একটি মামলায় কোম্পানি হেরে যায়। তখন আদালত পল জোনাসের কোম্পানিকে ২৬৮০০০ ডলার ক্ষতিপূরণ দিতে বলে। মার্কিন মিডিয়া সূত্রে খবর, এই অবস্থা কাটিয়ে ওঠার জন্য নিউ জার্সিতে কোম্পানির সম্পত্তি বিক্রি করার কথা ভাবছেন পল।

এই কোম্পানিতে নিকের অংশ ছিল। ২০১৩ সালে নিক ব্রাদাররা আলাদা হওয়ার আগে এই কোম্পানি মারফত তাদের গানের রেকর্ড বিক্রি করেছে। পরে তারা আলাদা হয়ে যায়। এবং প্রত্যেকে স্ব স্ব ক্ষেত্রে এখন প্রতিষ্ঠিত। নিকের বর্তমানে সম্পত্তির পরিমাণ ২৫ মিলিয়ন ডলার। সোলো আর্টিষ্ট হিসাবে নিক এত টাকা রোজগার করেছেন। এখন তো তিনি হলিউডেও নিজেকে মেলে ধরছেন। তার ছবি জুমানজী ব্লকবাস্টার হয়েছে৷

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে