ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

স্কোয়াডে ‘তিন’ গোলরক্ষক রাখার সামান্য নিয়মটুকুও জানে না স্বাগতিক বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৩ ১১:০৫:২৮
স্কোয়াডে ‘তিন’ গোলরক্ষক রাখার সামান্য নিয়মটুকুও জানে না স্বাগতিক বাংলাদেশ

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি বাংলাদেশের কাজী মোহাম্মদ সালাউদ্দিন। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। সংস্থাটির অস্থায়ী সদর দপ্তরও বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)। এই বাফুফে ভবনে বসেই সাফের সকল নিয়ম কানুন তৈরি হয়। অথচ সাফের দলে কয়জন গোলরক্ষক রাখতে হয় এই বিষয়টি জানে না বাংলাদেশ।

সাফের জন্য স্বাগতিক বাংলাদেশের ২০ সদস্যের দল ঘোষণা করার কথা ছিল গতকাল। কিন্তু আগের দিন রাতেই ফুটবলারদের ডেকে পছন্দের দল ঘোষণা করেন জেমি ডে। তিনজন গোলরক্ষক রাখার কথা থাকলেও জেমির ২০ সদস্যের দলে সুযোগ মেলে আশরাফুল ইসলাম রানা ও শহিদুল আলম সোহেলের। দলে তিন গোলরক্ষক রাখার বিষয়টি নাকি জানতেন না বাংলাদেশ দলের এই বৃটিশ কোচ। তাকে নাকি আয়োজক বাফুফে এ বিষয়ে কিছু জানায়নি। এটা দুঃখজনক উল্লেখ করে জেমি বলেন,

না জানার কারণেই আসলে এই ভুলটা হয়ে গেছে। এই সমস্যা সমাধানে ১৮ জন থেকে একজনকে স্ট্রান্ডবাই করে প্রীতম ও জিকুর মধ্য থেকে একজনকে নিবো আমি।

কাজটি আজ ট্রেনিংয়ের আগেই করতে চান এই কোচ। যদিও কোচের এই কথার সঙ্গে একমত নন দলের ম্যানেজার সত্যজিত দাস রূপু। এ বিষয়ে আলাপকালে তিনি বলেন, বিষয়টি আমাদের জানা ছিল। কিন্তু কোচ দল চূড়ান্ত করার আগে আমার সঙ্গে কোনো প্রকার আলোচনাই করেননি। এখন ২০ সদস্যের দল থেকে কাকে বাদ দেয়া হবে, কাকে নেয়া হবে চূড়ান্ত স্কোয়াডে এ ব্যাপারেও কিছু জানেন না বলে জানান রূপু।

‘আসলে দল গঠনের ব্যাপারে কোচ একক সিদ্ধান্ত নিয়ে থাকেন। এখানেও তিনি তার পছন্দের কাউকে বেছে নিবেন। কাকে বাদ দিবেন তা হয়তো পরিষ্কার হয়ে যাবে আজকের ট্রেনিংয়ে।’

টিম ম্যানেজমেন্টের এই অজ্ঞতার কারণেই কপাল পুড়তে যাচ্ছে এক ফুটবলারের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ