ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

খেলার সময় ২৫ সেলাই, কাটাছেঁড়া মনেই আসে না : অপু

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০৩ ১১:০২:৩১
খেলার সময় ২৫ সেলাই, কাটাছেঁড়া মনেই আসে না : অপু

সংযুক্ত আরব আমিরাতে সেই সুযোগ আসলে নিজের সেরাটা দিতেই প্রস্তুত। তবে ইনজুরি থেকে ফিরে পারবেন নিজের সেরাটা দিতে? অবচেতন মনে সেই ২৫ সেলাইয়ের কথা ভয় ধরিয়ে দেবে না তো? বললেন সেই কথা তার মনেই আসে না খেলার সময়। তিনি বলেন,

‘আমিতো ক্যাম্পে অনুশীলন শুরু করেছি। গতকাল স্কিল ক্যাম্পেও অনুশীলন করলাম। না, খেলার সময় ২৫ সেলাই, কাটাছেঁড়া মনেই আসে না। ভয়ও নেই। তবে মাঝে মাঝে বল লাগলে একটু মনে হয়। এছাড়াও এ নিয়ে কোনো চিন্তাই নেই। এখন শুধু অপেক্ষা যদি দুবাইয়ে ওয়ানডে অভিষেক হয় নিজের সেরাটাই দিতে চেষ্টা করবো।’

১৫ই সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ আসর। ৬ দিন আগেই দেশ ছাড়বে বাংলাদেশ দল। দলের অন্যতম বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান তো আছেনই সঙ্গে নাজমুল অপুও মুখিয়ে আছেন সুযোগ কাজে লাগাতে। দলে অফ স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। তবে দুবাইয়ের উইকেট স্পিনারদের জন্য যেমন সুবিধা তেমন আছে চ্যালেঞ্জ। কারণ প্রতিপক্ষ সেখানে এ উপমহাদেশের অন্যতম তিন শক্তি ভারত-পাকিস্তান ও শ্রীলঙ্কা। যারা স্পিনে খেলতে বেশ পটু। তাই স্পিনারদের জন্য থাকবে বাড়তি প্রেসারও।

অপু ইনজুরি থেকে ফিরে ফিট আছেন কিন্তু সাকিব ইনজুরি নিয়ে যাচ্ছেন তাই চাপটা আরো বেশিই টাইগারদের জন্য। কিন্তু অপু জানালেন পরিস্থিতি অনুসারে বল করার প্রস্তুতি তিনি নিচ্ছেন। যদি দলের প্রয়োজন হয় অধিনায়ক মাশরাফি ও সাকিবের পরামর্শ নিয়ে তিনি প্রস্তুত আছেন। অপু বলেন,

‘উইকেট কেমন, বা কারা স্পিন ভালো খেলে তা নিয়ে ভেবে চাপ নিতে চাইছি না। আমাকে যদি খেলার সুযোগ দেয়া হয় তখন আমি পরিস্থিতি অনুসারে দলের অধিনায়কের কাছে পরামর্শ নেবো। সাকিব ভাই আছেন তার কাছেও পরামর্শ নিয়ে বল করবো। আমি এখনই কোনো কিছু ভেবে চাপ নিতে রাজি নয়।’

এবার ভারত দলে নেই এশিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। অনেক বোলারের জন্যও বেশ স্বস্তির সংবাদ তার না থাকা। কিন্তু অপু এ বিষয় মানতে নারাজ। তিনি বলেন,

‘আমি বল করি দলের জন্য উইকেট বিবেচনাতে। সেখানে আমার সামনে কে আছে তা দেখি না। আমার চেষ্টা থাকে ব্যাটসম্যানের দুর্বলতা দেখে বল করার। তাই কে আছে আর কে নেই তা নিয়েও আমি ভাবতে চাই না।’

এখন পর্যন্ত দলের হয়ে ১৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অপু। উইকেট পেয়েছেন ৩৩.১২ গড়ে ৮টি। টি-টোয়েন্টিতে কার্যকরী বোলার হলেও আন্তর্জাতিক ওয়ানডেতে তার এখনো পরীক্ষা দেয়া বাকি। অপু বলেন,

‘আসলে টি-টোয়েন্টিতে যেমন চ্যালেঞ্জ ওয়ানডেতে তার মতো নয়। সেখানে ৪ ওভারে পরিস্থিতি খুব একটা পরিবর্তন হয় না। কিন্তু ওয়ানডেতে স্পেলে স্পেলে সুযোগ আসে। ১০ ওভারে নিজেকে শুধরে নেয়া যায়। প্রথম স্পেল খারাপ হলে ভাবা যায়। আবার কোনো ব্যাটসম্যানকে নিয়ে অল্প সময়ে পরিকল্পনা করেও বল করা যায়। সব মিলিয়ে এখানে নিজেকে প্রমাণ করার সুযোগ আরো বেশি। আমি জানি খুব সহজও হবে না। তবে যদি সুযোগ পাই চেষ্টা করবো দলের জন্য খেলার।’

গতকাল স্কিল ক্যাম্পের শুরুতেই দলের সঙ্গে যোগ দিয়েছেন স্পিন কোচ সুনীল যোশী। প্রথম দিনই দেখেছেন অপুর হাতের অবস্থা। যোশীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে অপু বলেন,

‘তার সংস্পর্ষে আমাদের বেশ উন্নতি হয়েছে। তিনি আমাদের সহজেই বুঝতে পারেন ও বুঝাতে পারেন। আজ (গতকাল) আমার হাত দেখেছেন। বল করতে কোনো সমস্যা হচ্ছে কিনা তাও দেখেছেন। তার পরামর্শ আশা করি বেশ কাজে দেবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ