এশিয়া কাপে ১ম ম্যাচে যেমন হচ্ছে বাংলাদেশের একাদশ

বাংলাদেশ দলে রয়েছেন- মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, লিটন দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও আবু হায়দার রনি।
দলে নির্ভরযোগ্য কয়েকজন ক্রিকেটার রয়েছেন। একদমই ভরসা করা যায় না এমন ক্রিকেটারও রয়েছেন। সে তালিকায় এগিয়ে থাকা মোসাদ্দেকও রয়েছেন টিমে।
এ আন্তর্জাতিক লড়াইয়ে অনভিজ্ঞরাই বেশি রয়েছেন টিমে। ঘরোয়া আসরে তারা ভালো খেললেও আন্তর্জাতিক আসরে এর আগে কয়েকটি ম্যাচে মাঠে নেমে তেমন তাল লয় মিলাতে পারেননি।
শান্ত ঘরোয়া আসরে লড়াকু, আরিফুলও তাই। কিন্তু বড় আসরে তারা কতটা পারবেন? এশিয়াকাপে এর আগে দুইবার ফাইনাল খেলে বাংলাদেশ দল।
শিরোপা ঘরে তুলতে গিয়েও একেবারে কাছাকাছি গিয়ে ভাগ্য রেশে থেমে যেতে হয়। সে জন্য এবার কিন্তু বাংলাদেশের মানুষের অনেক বড় স্বপ্ন এবারের এই আসর নিয়ে। কিন্তু সে আশা কতটা পূরণ হবে? এশিয়াকাপে কতটা শক্তিশালী এই টাইগার টিম?
এ জন্য নিশ্চয়ই সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদের কাছ থেকে সেরা পারফর্ম প্রত্যাশা করবে ভক্তরা।
স্কোয়াড দেখেই বাংলাদেশ দলের সেরা একাদশে কে কে থাকবে তা সহজে অনুমান করা যায়, দলে অবধারিত ভাবে থাকবে পাঁচ সিনিয়র খেলোয়াড় মাশরাফি, সাকিব, তামিম মুশফিক, রিয়াদ।
বাকি থাকে আর ৬ জন এর মধ্যে বোলিং বিভাগে মোটামুটি নিশ্চিত মুস্তাফিজ এবং রুবেল। রুবেল খারাপ করলে সুযোগ পেতে পারে আবু হায়দার রনি। অন্যদিকে ওপেনিং – এ তামিমের সাথে থাকবে লিটন। যেহেতু সদ্য শেষ হওয়া সিরিজে দারুণ ফর্মে ছিলেন লিটন, লিটন ভাল না করলে তখন সুযোগ পাবে মিথুন।
স্পিন বিভাগে সাকিবের সঙ্গী হবেন মিরাজ এছাড়া মোসাদ্দেকর বোলিংয়েও অধিনায়কের ভরসা আছে। অল রাউন্ডার হিসেবে সুযোগ পাবে আরিফুল ইসলাম।
যদি অতিরিক্ত ব্যাটসম্যান খেলানোর চিন্তা থাকে তাহলে একাদশে সুযোগ পেতে পারে নাজমুল হাসান শান্ত। আর নাজমুল অপুকে নেওয়া হয়েছে সাকিবের ব্যাকআপ হিসেবে। তবে পিচ বেশী স্পিনিং ফ্রেন্ডলি হলে সুযোগ পাবেন অপু।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান (সহ অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৫ জন
- প্যারোলে মুক্তি পেল আওয়ামী লীগ নেতা
- নির্বাচনী আসন ভাগাভাগি করলো এনসিপির প্রার্থীরা
- মেহেদী হাসান মিরাজের নতুন নাম দিল আইসিসি
- সুখবর: দীর্ঘ অপেক্ষার পর আরব আমিরাতের ভিসা চালু
- নতুন ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে ৩ ক্রিকেটার
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- শান্ত বাদ, তবে নতুন অধিনায়ক মিরাজ নয়
- শেখ হাসিনা ও মার্কিন গোয়েন্দা প্রধানের তুলসীর বৈঠক নিয়ে যা জানা গেল
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সরাসরি জানালেন প্রধান উপদেষ্টা
- দুই আসন থেকে নির্বাচন করবেন নাহিদ ইসলাম
- আজকের সৌদি রিয়াল রেট বিনিময় হার
- স্বাস্থ্য খাতে বড় সংস্কার: ২৬ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত
- আজ বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার