ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

চার স্পিনার নিয়ে আফগানদের এশিয়া কাপ স্কোয়াড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০২ ২৩:৩৬:২৪
চার স্পিনার নিয়ে আফগানদের এশিয়া কাপ স্কোয়াড

এশিয়া কাপে প্রতিপক্ষদের জন্য স্বাভাবিকভাবেই ভাবনার কারণ হবে এই আফগান স্পিন ‘ত্রয়ী’। সংযুক্ত আরব আমিরাতে ১৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এশিয়া কাপে স্পিন বোলিং নির্ভর দলই গড়েছে আফগানরা। রোববার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। যেখানে তিনজন স্পেশালিস্ট স্পিনারসহ মোট ৪ স্পিনার তাদের দলে।

রশিদ খান অনেক আগেই নিজেকে বিশ্বমানের লেগ স্পিনার হিসেবে প্রতিষ্ঠা করেছেন। টি-টুয়েন্টি ক্রিকেটে এখন তাকেই বলা হয় বিশ্বসেরা। তার সঙ্গে মুজিব উর রহমানও এখন দারুণ করছেন। আইপিএলের মতো আসরে তাই সর্বশেষ আসরে তাকে নিয়ে ছিল কাড়াকাড়ি। এই দুজনের সঙ্গে স্পেশালিস্ট স্পিনার হিসেবে এশিয়া কাপের দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার শরাফুদ্দিন আশরাফ। ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি। মোট ১৪টি ওয়ানডে ও ৬টি টি-টুয়েন্টি খেলেছেন এই ২৩ বছর বয়সী। আফগান দলে চার স্পিনারের তালিকায় এই তিন জনের সঙ্গে থাকবেন অফ স্পিনার অলরাউন্ডার মোহাম্মদ নবী।

এদিকে উইকেটরক্ষক মুনির আহমেদ আফগান দলে ডাক পেয়েছেন প্রথমবারের মতো। মোহাম্মদ শাহজাদের সঙ্গে যিনি দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলে। তবে ফাস্ট বোলার দৌলত জাদরানের জায়গা হয়নি এশিয়া কাপ স্কোয়াডে।

আফগান দলকে নেতৃত্ব দেবেন আসগর আফগান। টপ অর্ডারে রয়েছেন মোহাম্মদ শাহজাদ, জাভেদ আহমাদি, ইহসানউল্লাহ জান্নাত, রহমত শাহ এবং হাশমতউল্লাহ শহিদি। মোহাম্মদ নবির সঙ্গে অলআউন্ডার হিসেবে রয়েছেন গুলবাদিন নাইব। ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিংটা যিনি দারুণ করেন। পেস আক্রমণে রয়েছেন আফতাব আলম, সাঈদ সিরাজ, সামিউল্লাহ শেনওয়ারি এবং ওয়াফদার।

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গী আফগানিস্তান। ১৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আফগানরা। ২০ সেপ্টেম্বর খেলবে বাংলাদেশের বিপক্ষে।

আফগানিস্তান স্কোয়াড:

আসগর আফগান (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, জাভেদ আহমাদি, রহমত শাহ, সামিউল্লাহ শেনওয়ারি, হাশমতউল্লাহ শাহিদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, মুজির উর রহমান, শরফুদ্দিন আশরাফ, আফতাব আলম, ইহসানউল্লাহ জান্নাত, সাঈদ সিরাজ, ওয়াফদার এবং মুনির আহমেদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ