রুবেল থেকে সাব্বির, দোষটা আসলে কার

বিভিন্ন অভিযোগে গত তিন বছরে জেলে গিয়েছেন তিন বাংলাদেশী ক্রিকেটার। এছাড়া আরও পাঁচজন ক্রিকেটার যারা কিনা অভিযুক্ত হয়েছেন বিভিন্ন নারী সংক্রান্ত ঘটনা নিয়ে।
এই তালিকার সবচেয়ে নতুন সংযোজন মোসাদ্দেক হোসেন সৈকত। তাঁর বিরুদ্ধে সম্প্রতি যৌতূকের অভিযোগ করেছিলেন সৈকতের স্ত্রী। এদিকে ফেইসবুকে সমর্থকদের গালি দেয়ার অপরাধে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন সাব্বির রহমান।
সবচেয়ে লক্ষণীয় বিষয় হল এমন কার্যকলাপ করা কেউই দলে ফিরে আসতে পারেননি রুবেল হোসেন ব্যতিত। কিন্তু ২০১৫ বিশ্বকাপের আগে নারী কেলেঙ্কারি করেও বিশ্বকাপে খেলার টিকেট পেয়েছিলেন রুবেল।
তবে রুবেলের ব্যাপারে বোর্ডের এমন হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এ নিয়ে বোর্ড সভাপতির বক্তব্য,
'এ বিষয়ে আমরা একজন ছাড়া কাউকেই ছাড় দেইনি। আমাদের রুবেলকে বিশ্বকাপের কথা ভেবে ছাড় দিতে হয়েছে।'
যিনি এই প্রথাটি শুরু করেছিলেন তিনিই এখন মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক-মাহমুদুল্লাহদের মতো সিনিয়র ক্রিকেটার। বাকি কেউই তা হতে পারে নি।
তবে এই পাঁচ ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ড বলা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের দৈনন্দিন এসব কেলেঙ্কারির মধ্যে এরা কেউই এখনও নিজেদের যুক্ত করেননি।
এদিকে ক্রিকেটারদের এসব কার্যকলাপে তিক্ত হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সম্প্রতি ক্রিকেটারদের জন্য মনস্তাত্ত্বিক পরামর্শক আনারও ঘোষণা দিয়েছেন। পাশাপাশি এ নিয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা দেয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।
আর এই কাজগুলার ব্যাপারে জিজ্ঞাসাবাদে পাপন অসহায়ত্ব প্রকাশ করে বলেছেন, 'আমরা কি করতে পারি'। তবে এ নিয়ে বোর্ডের কাজ চলার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি।
তবে রুবেলের ক্ষেত্রে বিচারটি যথাযথ হয়েছে কিনা প্রশ্নটি এখনও থেকেই যাচ্ছে। রুবেলের পরই ক্রিকেটারদের এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা মাথানাড়া দিয়ে উঠেছে। বিসিবি এমন ভুল ভবিষ্যতে করার ক্ষেত্রে এখন অবশ্যই দুইবার ভাববে।
এদিকে ২০১৯ বিশ্বকাপ শুরু হবে মে মাস থেকে। আর সাব্বিরের ছয় মাসের নিষেধাজ্ঞা শেষ হবে মার্চ মাসে। সুতরাং সামনের বিশ্বকাপে সাব্বিরের খেলার সম্ভাবনা থাকে। তবে তা নির্ভর করবে নির্বাচক এবং দলের অভিজ্ঞ সিনিয়র ক্রিকেটারদের উপর।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৫ জন
- প্যারোলে মুক্তি পেল আওয়ামী লীগ নেতা
- নির্বাচনী আসন ভাগাভাগি করলো এনসিপির প্রার্থীরা
- মেহেদী হাসান মিরাজের নতুন নাম দিল আইসিসি
- সুখবর: দীর্ঘ অপেক্ষার পর আরব আমিরাতের ভিসা চালু
- নতুন ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে ৩ ক্রিকেটার
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- শান্ত বাদ, তবে নতুন অধিনায়ক মিরাজ নয়
- শেখ হাসিনা ও মার্কিন গোয়েন্দা প্রধানের তুলসীর বৈঠক নিয়ে যা জানা গেল
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সরাসরি জানালেন প্রধান উপদেষ্টা
- দুই আসন থেকে নির্বাচন করবেন নাহিদ ইসলাম
- আজকের সৌদি রিয়াল রেট বিনিময় হার
- স্বাস্থ্য খাতে বড় সংস্কার: ২৬ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত
- আজ বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার