ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

রেকর্ড গড়েই চলেছেন কোহলি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০২ ২৩:২৮:৫৭
রেকর্ড গড়েই চলেছেন কোহলি

প্রথম ইনিংসে ফিফটির আগেই তাকে ফিরিয়ে দেন স্যাম কুরান। ব্যক্তিগত ৪৬ রানে ফেরার আগেই অবশ্য টেস্টে ছয় হাজার রানের মাইলফলক পেরিয়ে যান ভারতীয় অধিনায়ক। টেস্টে ছয় হাজারি ক্লাবে নাম লেখাতে কোহলির লেগেছে মাত্র ১১৯ ইনিংস।

দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে আরও বেশ কয়েকটি রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি। সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়কে টপকে ঘরের বাইরে কোনো সিরিজে ব্যাট হাতে সবচেয়ে সফল ভারতীয় অধিনায়ক এখন কোহলি।

তিনি চলতি সিরিজে ৫১২ রা্ন করেছেন। দ্রাবিড় এতোদিন ৪৯৬ রান নিয়ে এই তালিকার শীর্ষে ছিলেন। ২০০৬ সালে দ্রাবিড় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে এই রান করেছিলেন।

ইংল্যান্ডের বিপক্ষে চলতি ম্যাচে অধিনায়ক হিসেবে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। যা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে দ্রুততম। ৪ হাজার রানের মাইলফলক ছুঁতে কোহলির লেগেছে মাত্র ৬৫ ম্যাচ। ৭১ ম্যাচে ৪ হাজার রান করে এতদিন এই তালিকার এক নম্বরে ছিলেন সাবেক ক্যারিবিয়ান অধিনায়ক ব্র্যায়ান লারা।

দেশের বাইরে কোন সিরিজে ভারতের শীর্ষ ৫ অধিনায়কের রান সংখ্যাঃ

ভিরাট কোহলি - ৫১২* (২০১৮, ইংল্যান্ড)

রাহুল দ্রাবিড় - ৪৯৬ (২০০৬- ওয়েস্ট-ইন্ডিজ)

ভিরাট কোহলি - ৪৪৯ ( ২০১৪-১৫, অস্ট্রেলিয়া)

সুনীল গাভাস্কার - ৪৩৪ (১৯৮২-৮৩, পাকিস্তান)

মোঃ আজাহারউদ্দীন - ৪২৬ (১৯৯০, ইংল্যান্ড )

অধিনায়ক হিসেবে দ্রুততম ৪ হাজার রানের রেকর্ডঃ

ভিরাট কোহলি - ৬৫ ম্যাচ

ব্র্যায়ান লারা - ৭১ ম্যাচ

রিকি পন্টিং - ৭৫ ম্যাচ

গ্যারি ক্যাম্পবেল - ৮০ ম্যাচ

অ্যালেন বোর্ডার - ৮৩ ম্যাচ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ