ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

‘লেগ স্পিনে যে আমরা তৈরি হব সেই সুযোগই তো আমাদের নেই’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০২ ২৩:২৬:১৩
‘লেগ স্পিনে যে আমরা তৈরি হব সেই সুযোগই তো আমাদের নেই’

শুধুমাত্র এক্ষেত্রে পিছিয়ে আছে তামিম-মুশফিকরা। আর এর পেছনের মূল কারণ হচ্ছে লেগ স্পিনারের অভাব। মূলত দেশে ভালো মানের লেগ স্পিনার না থাকায় এদেরকে খেলার অভিজ্ঞতা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। আজ রবিবার অনুশীলন শেষে এ প্রসঙ্গে কথা বলেছেন মোহাম্মদ মিথুন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভালো খেলতে হলে আসলে শুধু রিস্ট স্পিনার না প্রত্যেকটি বোলারকেই ভালো খেলতে হবে। একজন ব্যাটসম্যানের জন্য একটি বলই যথেষ্ট আউট হওয়ার ক্ষেত্রে। আমাকে যদি ভালো ইনিংস খেলতে হয় তাহলে প্রত্যেকটি বোলারকেই আমার ভালোভাবে ফেস করতে হবে। আর আমি যদি শুধু রিস্ট স্পিনারকে টার্গেট করি তাহলে আমার কাছে মনে হয় ব্যাপারটি অনেকটা নেতিবাচক হয়ে যায়। আমি যখন যে বোলারকে ফেস করবো তখন যে ফিডব্যাক দিতে পারবো সেটাই গুরুত্বপূর্ণ।’

তিনি আরো বলেন, ‘দেখেন আমরা যে লেগ স্পিনে খুব বেশি তৈরি হবো সেই অপশনও নেই। কেননা বাংলাদেশে খুব বেশি লেগ স্পিনার নেই। আমরা লেগ স্পিনার খুঁজেও পাই না। এর মধ্যে আমরা যতটুকু কাজে লাগাতে পারি, যেভাবে পরিকল্পনামাফিক খেলা যায় সেটাই চেষ্টা করবো।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ