ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

সিঙ্গাপুরকে হারিয়ে নবাগত নেপালের টানা দ্বিতীয় জয়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০২ ২১:০৭:৫৭
সিঙ্গাপুরকে হারিয়ে নবাগত নেপালের টানা দ্বিতীয় জয়

আজ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে রাজ বানসি ও লামিচানের বোলিং তোপে ৪২ ওভারে ১৫১ রানে অল আউট হয় সিঙ্গাপুর।

সিঙ্গাপুরের পক্ষে অধিনায়ক চেতন জুরায়ানসি সর্বোচ্চ ৬০ রান করেন। বানসি ও লামিচান ৩ টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট কর‍তে নেমে একে সাহ ও আয়ারের ব্যাটে ২৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় নেপাল।

সংক্ষিপ্ত স্কোর:

সিঙ্গাপুর: ১৫১/১০ (৪২)চেতন জুরায়ানসি ৬০।রাজবানসি ৩/২৮, লামিচান ৩/৩৫

নেপাল: ১৫২/৬একে সাহ ৪৩, আয়ার ৩৩।কৃষনা ২/৩৩

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ