ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশ সফরে আসার আগেই জিম্বাবুয়ে শিবিরে বড় দুঃসংবাদ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০২ ২০:৫২:৪৭
বাংলাদেশ সফরে আসার আগেই জিম্বাবুয়ে শিবিরে বড় দুঃসংবাদ

গত সপ্তাহে পায়ের সার্জারি করেছেন তিনি। বাংলাদেশ সফর ও দক্ষিণ আফ্রিকা সফরে দেখা যাবে না তাকে। এই বিষয়টি এক বিবৃতিতে প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

জিম্বাবুয়ে দলের ফিজিওথেরাপিস্ট আনেসু মুপোতারিনগা বলেন, ‘টানা হাঁটুর ব্যাথা এবং অস্বস্তিতে ভোগার পর অবশেষে ক্রিমারের সার্জারি হয়েছে গত ২৩শে অগাস্ট। সার্জারিটি ভালোই হয়েছে এবং ক্রিমার বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তাঁর ফিরতে ছয় থেকে আট সপ্তাহের মতো সময় লাগতে পারে যা তাঁকে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ সফর থেকে ছিটকে দিয়েছে।’

সাবেক অধিনায়ক ক্রিমার ইনজুরিতে পড়লেও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন সলোমন মীর। এছাড়াও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার কাইল জারভিস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ