ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

মাঠে নেমেই ৪ গোল করলেন রোনালদো পুত্র

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ০২ ২০:১১:৪২
মাঠে নেমেই ৪ গোল করলেন রোনালদো পুত্র

চারিদিকে সমালোচনা আর ব্যঙ্গ বিদ্রুপ চলছে। রিয়াল সমর্থকদের আনন্দ আর দেখে কে! এমন মুহূর্তে গোলের বন্যা বইয়ে দিয়েছে সিআর সেভেন পুত্র ক্রিশ্চিয়ানো জুনিয়র!

হ্যাঁ, বাবা যখন গোলের জন্য হাহাকার করছেনে, সেখানে সন্তান ফুটবল মাঠে করলেন চার গোল। ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের অনূর্ধ্ব-৯ দলের হয়ে এক ম্যাচে লুসেন্তোর বিপক্ষে চার গোল করেছেন পুলসিনির হয়ে খেলতে নামা ৮ বছর বয়সী ক্রিশ্চিয়ানো জুনিয়র। আর ওই ম্যাচে ৭-১ গোলে জয় পায় জুনিয়রের দল পুলসিনি।

চলতি মৌসুমেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলমান মৌসুমে জুভেন্তাসে এসেছেন রোনালদো। সিরি আ লিগে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে কোন গোলই করতে পারেননি তিনি। তবে ছেলেকে ভর্তি করিয়ে দিয়েছেন জুভেন্তাসের একাডেমিতে। যেখানে গড়ে উঠেছেন বিখ্যাত সব ফুটবলার। শুরু থেকেই একাডেমি দেখছে সিআর সেভেন পুত্রের ম্যাজিক।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ