উড়ছেন বেনজেমা, উড়ছে রিয়াল

কিন্তু রোনালদো চলে যেতেই পার্শ্ব নায়ক থেকে রিয়ালের নায়ক হয়ে উঠছেন বেনজেমা। গোল করছেন জোড়ায় জোড়ায়। গত ম্যাচেও করেছিলেন জোড়া গোল। ফরাসি ফরোয়ার্ড জোড়া গোল করেছেন গতকাল শনিবার রাতেও। তাতে দুর্বল নেগানেসের বিপক্ষে রিয়ালও পেয়েছে ৪-১ গোলের বড় জয়।
রোনালদো চলে যাওয়ায় রিয়াল দাপট হারিয়ে ফেলবে, এমনটাই বিশ্বাস ছিল সবার। কিন্তু এরই মধ্যে সেই ধারণা ভুল বলে প্রমাণিত। উড়ন্ত বেনজেমায় চড়ে রিয়ালও উড়ছে। মৌসুমে লিগের প্রথম তিন ম্যাচেই দাপুটে জয়, রিয়ালের উড়ার স্বাক্ষীই।
শনিবার নিজেদের ঘরের মাঠে রিয়ালের গোলের খাতাটা খুলেন গ্যারেথ বেল। ম্যাচের ১৭ মিনিটেই সান্তিয়াগো বারর্নাবুতে নাচিয়ে তুলেন তিনি। তবে বেলের এনে দেওয়া এই লিড ৭ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি রিয়াল। ২৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লেগানেসকে সমতায় ফেরান ক্যারিল্লো।
এই ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় রিয়াল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই বেনজেমা চমক। ৪৮ মিনিটে দারুণ এক গোল করে রিয়ালকে এগিয়ে দেন ফরাসি তারকা। এর ১৩ মিনিট পর আবারও রিয়ালের উসবের মধ্যমণি বেনজেমা। ম্যাচের ৩১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালকে এগিয়ে দেন ৩-১ ব্যবধানে।
ভাগ্যদেবী বেনজেমাকে সুযোগ করে দিয়েছিল হ্যাটট্রিক করারও। ৬৬ মিনিটে পেনাল্টি পেয়েছিল রিয়াল। পেনাল্টি শটটা নেওয়ার সুযোগ পেলে বেনজেমা হয়তো হ্যাটট্রিক আনন্দেই ভাসতে পারতেন। কিন্তু পেনাল্টিটা নিয়েছেন অধিনায়ক সার্জিও রামোস। তাতে তিনি গোলও করেছেন।
রোনালদো চলে যাওয়ায় রিয়ালের নতুন কোচ জুলিয়েন লোপেতেগুই পেনাল্টি নেওয়ার অধিকারটা দিয়েছেন রামোসকেই। তবে রিয়াল অধিনায়ক আগের ম্যাচটাতে বদান্যতা দেখিয়েছিলেন বেনজেমার প্রতি। সেই ম্যাচে পাওয়া পেনাল্টিটা তিনি নিতে দিয়েছিলেন বেনজেমাকে। তাতে গোলও করেছিলেন বেনজেমা।
কিন্তু কাল আর সেই বদান্যতা দেখাননি রামোস। হয়তো এই ভেবে যে, বেনজেমা তো দুটো গোল করেই ফেলেছেন। তাকে আর নতুন করে উজ্জীবিত করার কি আছে! তা হয়তো নেই। তবে রামোস এদিনও বদান্যতাটা দেখাল বেনজেমার নামের সঙ্গে একটা হ্যাটট্রিক-কীর্তি যোগ হতে পারত।
যাই হোক, এ নিয়ে বেনজেমার মনে কোনো রকম ক্ষোভ থাকার কথা নয়। নিজে জোড়া গোল করেছেন, দলকে জিতিয়েছেন। এমন দিনে আবার আফসোস কি!
লিগে টানা তৃতীয় এই জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রিয়াল। পয়েন্টে তাদের ঠিকই পেছনেই সেল্টা ভিগো। শনিবার রাতে যারা ঘটিয়ে ফেলেছে এক রূপকথা-কাণ্ড। নিজেদের মাঠে সেল্টা ভিগো ২-০ গোলে হারিয়ে দিয়েছে দৈত্য অ্যাতলেতিকো মাদ্রিদকে। অবিশ্বাস্য এই জয়ের পর সেল্টা ভিগোর পয়েন্ট হলো ৭।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে বার্সেলোনা। যারা নিজেদের তৃতীয় ম্যাচটি খেলতে নামবে আজ রোববার রাতে। নিজেদের মাঠ ন্যু-ক্যাম্পে বার্সার প্রতিপক্ষ নবাগত এসডি হুয়েস্কা।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৫ জন
- প্যারোলে মুক্তি পেল আওয়ামী লীগ নেতা
- নির্বাচনী আসন ভাগাভাগি করলো এনসিপির প্রার্থীরা
- মেহেদী হাসান মিরাজের নতুন নাম দিল আইসিসি
- সুখবর: দীর্ঘ অপেক্ষার পর আরব আমিরাতের ভিসা চালু
- নতুন ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে ৩ ক্রিকেটার
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- শান্ত বাদ, তবে নতুন অধিনায়ক মিরাজ নয়
- শেখ হাসিনা ও মার্কিন গোয়েন্দা প্রধানের তুলসীর বৈঠক নিয়ে যা জানা গেল
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সরাসরি জানালেন প্রধান উপদেষ্টা
- দুই আসন থেকে নির্বাচন করবেন নাহিদ ইসলাম
- আজকের সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজ বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- স্বাস্থ্য খাতে বড় সংস্কার: ২৬ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত